প্রবাস মেলা ডেস্ক: মা হয়েছেন মডেল, অভিনেত্রী ও সঞ্চালক মারিয়া নূর। শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে তিনি এ সুসংবাদ দেন। জানা যায়, শুক্রবার (২৭ মে) খবরটি প্রকাশ করলেও তিনি মা হয়েছে গত ১২ মে।
গেল জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মারিয়া নূর। ফেব্রুয়ারিতে বেবিবাম্পের ছবি পোস্ট করে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছিলেন তিনি। যুক্তরাষ্ট্রেই তার প্রথম সন্তানের জন্ম হলো। মারিয়া ফেসবুকে জানিয়েছেন, মে মাসের ঠিক সময়েই আমাদের ছেলে সেহান যারিব পৃথিবীতে এসেছে। মাশ আল্লাহ আমরা ছোট্ট ছেলেকে পেয়ে ভীষণ কৃতজ্ঞ ও ধন্য।
সঙ্গে শেয়ার করেছেন ছেলের আঙুল ধরে থাকার একটি ছবি। সেখানে তাকে অভিনন্দন জানাতে দেখা গেছে সহকর্মী থেকে শুরু করে গণমাধ্যমকর্মীরাও।
২০১১ সালের ১৫ জুন বিয়ে সাইফুল ইসলাম জুলফিকারকে বিয়ে করেন ‘লেডিস এন্ড জেন্টলম্যান’ এর মারিয়া। বিয়ের ১১ বছর পর এই দম্পতির ঘর আলো করে এল প্রথম সন্তান।
মারিয়া নূর সবশেষ ‘স্ট্রেট ড্রাইভ’ নামের শো সঞ্চালনা করেছেন। এছাড়া মোস্তফা সরয়ার ফারুকীর ওয়েব সিরিজ ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’, মাসুম শাহরিয়ারের নাটক ‘লা পেরুজের সূর্যাস্ত’ এবং মেহেদি হাসান জনির ‘হেরে যাবার গল্প’ ওয়েব ফিল্মে অভিনয় করে দর্শকের কাছ থেকে ইতিবাচক সাড়া পান অভিনেত্রী।