প্রবাস মেলা ডেস্ক: পারস্য উপসাগরে গ্রীসের দু’টি তেলবাহী ট্যাংকার জাহাজ আটক করেছে ইরানের রেভল্যুশনারি গার্ড। ২৭ মে ২০২২, শুক্রবার রেভল্যুশনারি গার্ড নৌবাহিনীর এক বিবৃতির বরাতে এ তথ্য জানায় ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ইরনা। এর আগে গ্রীস উপকূলে যুক্তরাষ্ট্র ইরানের একটি তেলবাহী ট্যাংকার আটক করলে এর বিরুদ্ধে ‘শাস্তিমূলক ব্যবস্থা’ নেয়ার কথা জানায় ইরান।
গ্রীসের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরানের উপকূল থেকে ২২ নটিক্যাল মাইল দূরে আন্তর্জাতিক জলসীমায় গ্রীসের পতাকাবাহী ‘ডেল্টা পোসাইডন’ জাহাজে অবতরণ করে ইরান নৌবাহিনীর একটি হেলিকপ্টার। এরপর তারা জাহাজের ক্রুকে জিম্মি করে।
এদিকে ইরানের কাছে আরেকটি গ্রীসের পতাকাবাহী জাহাজেও একই ঘটনা ঘটে বলে জানিয়েছে তারা, যদিও এক্ষেত্রে জাহাজের নাম প্রকাশ করা হয়নি। উভয়ক্ষেত্রে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ করে গ্রীস জানায়, এ ব্যাপারে মিত্র দেশগুলোকে জানিয়ে এথেন্সে ইরানের রাষ্ট্রদূতের কাছে অভিযোগ করা হয়েছে।
উল্লেখ্য, গত মাসে ইভিয়া দ্বীপের কাছে ১৯ রাশিয়ান ক্রুসহ ইরানের পতাকাবাহী ‘পেগাস’ জাহাজটি আটক করে গ্রীস। পরে যুক্তরাষ্ট্র ওই জাহাজে থাকা ইরানি তেলের কার্গোটি জব্দ করে পেগাস জাহাজকে ছেড়ে দেয়। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকাকালে বর্জন করা পরমাণু চুক্তি যখন ইরান আবার ফিরিয়ে আনার চেষ্টা করছে, তখন তেল জব্দের এ ঘটনা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।