প্রবাস মেলা ডেস্ক: মানবজাতি ‘পারমাণবিক ধ্বংস’ থেকে মাত্র একধাপ দূরে রয়েছে বলে সবাইকে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পাশাপাশি এশিয়া ও মধ্যপ্রাচ্যে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা, ফলে একটি ভুল সিদ্ধান্ত বিশ্বে পারমাণবিক ধ্বংস ডেকে আনতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি।
ইউরো নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার জাতিসংঘে পরমাণু অস্ত্র বিস্তার রোধ (এনপিটি) চুক্তিসংক্রান্ত দশম সম্মেলনে এসব কথা বলেন সংস্থাটির মহাসচিব।
এ সময় করোনা মহামারীসহ নানা বৈশ্বিক সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, পুরো বিশ্বের ওপর প্রবল চাপ সৃষ্টি হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পরমাণু অস্ত্র প্রয়োগের এমন আশঙ্কা আগে দেখা যায়নি।
জাপানের হিরোশিমা ও নাগাসাকির শিক্ষা ভুলে মানবজাতি আবার বিপদের দিকে এগিয়ে চলেছে এবং এ পরিস্থিতি চলতে থাকলে মানবজাতি নিশ্চিহ্ন হয়ে যেতে পারে বলেও মন্তব্য করেন গুতেরেস।
এ সময় সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। চলমান উত্তেজনার জন্য তারা রুশ প্রেসিডেন্ট পুতিনকে দায়ি করেন। যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি মস্কো।
সূত্র: একাত্তুর টিভি