প্রবাস মেলা ডেস্ক: রাজধানীর আমারি হোটেলে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো জুঁই নিবেদিত পপ অব কালারের উদ্যোগে নারী দিবস উদযাপন ২০২৫। দিনব্যাপী এই সম্মেলনে বিভিন্ন খাতের দুই শতাধিক নারীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে এক অন্যন্য উচ্চতায় নিয়ে যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডকম লিমিটেডের চেয়ারপারসন গীতি আরা সাফিয়া চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মারিকো বাংলাদেশের মার্কেটিং ডিরেক্টর ফারজানা ফেরদৌস, গ্রামীণ ড্যানোন শক্তির সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর সুরাইয়া সিদ্দিকা, মারবেল বি ইউর-এর সহ-প্রতিষ্ঠাতা মাহজাবিন ফেরদৌস, ব্র্যান্ডগিয়ারের চেয়ারম্যান ও সিইও সায়্যেদা উম্মে সালমা ঝুমুর, প্রথম আলোর চিফ ডিজিটাল বিজনেস অফিসার জাবেদ সুলতান, ডেইলি স্টারের হেড অব মার্কেটিং তাজদিন হাসান, আইডিসির ব্যবস্থাপনা পরিচালক আশরাফ বিন তাজ এবং গ্রামীণ ড্যানোন ফুডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দীপেশ নাগসহ বিভিন্ন সেক্টরের স্বনামধন্য ব্যক্তিবর্গ।
এই আয়োজনে ‘সর্বজয়া’র মাধ্যমে নারীদের অনুপ্রেরণামূলক যাত্রা উদযাপন করা হয়। ‘পপ অব কালার অনন্যা সম্মাননা ২০২৫’-এর মাধ্যমে ১০টি বিভাগে সেরা ১০ নারীকে এবং ‘পপ অব কালার সেরা নারী উদ্যোক্তা ২০২৫’-এর মাধ্যমে স্বপ্ন পূরণের পথে অগ্রগামী ১১ জন নারীকে বিশেষ স্বীকৃতি প্রদান করা হয়।
অনুষ্ঠানে ‘প্রেরণার পথ-প্রদর্শক’, ‘ডিজিটাল মার্কেটিং ওয়ার্কশপ’, ‘স্কিন ও হেয়ার কেয়ার ওয়ার্কশপ’ এবং ‘মেকআপ ওয়ার্কশপ’সহ চারটি আকর্ষণীয় সেশন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি গীতি আরা সাফিয়া চৌধুরী এবং পপ অব কালারের প্রতিষ্ঠাতা টিঙ্কার জান্নাত মিম বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
অনুষ্ঠানের টাইটেল স্পন্সর ছিল স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের জুঁই। কো-স্পন্সর ফার্ম ফ্রেশ ও মুন্নো সিরামিক, ইন অ্যাসোসিয়েশন উইথ শক্তিপ্লাস ও ডেইলি স্টার, বেভারেজ পার্টনার মোজো, লজিস্টিক পার্টনার ই-কোরিয়ার এবং ফটোগ্রাফি পার্টনার ড্রিম ওয়েভার।
অন্যান্য সহযোগিতায় ছিল ভেলা এস্থেটিক, ড্যাজলিং ড্রেস বাই মাশরুফা, তাহফিজ্জুল ইন্টারন্যাশনাল স্কুল, ইংলিশ উইথ সাবিনা, কোকো-সিসিমি,ড্রিম কিউর বাই ডক্টর নাফি, এটায়ার বাই চাদনী, নিউ মিলন ও হাশেম জুয়েলার্স, লাভিলা লুক্সি, সি-পার্ল, ইন্তেসার। গিফট পার্টনার হিসেবে ছিল ম্যাগি, নেসলে, মারিকো, টুইং, ক্লেমন, সাজগোজ, স্ট্রেক্সসহ আরও অনেক স্বনামধন্য প্রতিষ্ঠান।
ইফতার ও নৈশভোজ এবং ফটোসেশনের মাধ্যমে বর্ণাঢ্য এই আয়োজনের সমাপ্তি ঘটে।