প্রবাস মেলা ডেস্ক: পদ্মা সেতুর উদ্বোধনের আনন্দ উদযাপন করেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। ওয়েস্ট ইন্ডিজে বসে কেক কেটে আনন্দে সামিল হয়েছে সাকিব আল হাসানের দল। ওয়েস্ট ইন্ডিজের সেন্ট লুসিয়াতে বাংলাদেশের দ্বিতীয় টেস্ট চলমান। এর মাঝেই পদ্মা সেতু উদ্বোধনের আনন্দে শরিক হয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। কেক কাটেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। ক্রিকেটারদের পাশাপাশি এখানে শরিক হয়েছে জাতীয় দলের কোচিং স্টাফরাও।
এর আগে, ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে সাকিব জানিয়েছিলেন, এবার বাড়ি ফেরার আনন্দটা অন্য সময়ের চেয়ে একদম আলাদা। তাই না? এবার স্বপ্নের সেতু ধরে স্বপ্ন যাবে বাড়ি! পদ্মা সেতু নিয়ে উচ্ছ্বাস দেখিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাও। স্বপ্নের সেতু নিয়ে নড়াইলের সন্তান মাশরাফী বলেন, অনেকে কখনও কল্পনাও করতে পারেননি, জীবদ্দশায় পদ্মার ওপর সেতু দেখতে পাবেন। এটা স্রেফ ইট-সিমেন্টের সেতু নয়, এই অঞ্চলের মানুষের কাছে এটা অনেক আবেগ-অনুভূতির প্রতিশব্দ।