প্রবাস মেলা ডেস্ক: এস.আলম গ্রুপ কর্তৃক পদ্মা ইসলামী লাইফ ইনসিওরেন্স লি: এর ব্যবস্থাপনায় আসার অব্যাবহিত পরেই কোম্পানীর বীমা গ্রহীতাদের মধ্যে সারাদেশে দাবী পরিশোধের অংশ হিসাবে সিলেট অঞ্চলে বীমা দাবীর চেক হস্থান্তর করা হয়। চেক হস্তান্তর করেন কোম্পানীর উপ-ব্যবস্থাপনা পরিচালক (উন্নয়ন) জাকির হোসেন। এসময় জোনাল হেডকোয়ার্টার্স ইনচার্জ মো: আব্দুল বারী ও জোন ইনচার্জ ইঞ্জিঃ মশহুর আলম মুন্নাসহ স্থানীয় কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।