প্রবাস মেলা ডেস্ক: ২১ জুন ২০২২, বুধবার লতিফ মাস্টার ফাউন্ডেশন, বাগেরহাট এর উদ্যোগে নেত্রকোনায় বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ব্যরিস্টার কায়সার কামাল এর নেতৃত্বে নেত্রকোনার একঝাঁক স্বেচ্ছাসেবক এর সর্বাত্মক সহযোগিতায় ত্রাণ বিতরণ কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
বাগেরহাট জেলায় অবস্থিত লতিফ মাস্টার ফাউন্ডেশন চ্যারিটেবল প্রতিষ্ঠান হিসেবে দীর্ঘদিন যাবৎ শিক্ষা উন্নয়ন, সমাজসেবা ও জনসচেতনতামূলক কাজ করে আসছে। এই প্রতিষ্ঠানের উদ্যোগে এলাকায় মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, স্কুল, কলেজ সহ নানা ধরনের প্রতিষ্ঠান গড়ে উঠছে। যার সুফল পাচ্ছেন হাজার হাজার মানুষ। কিছু কাজ এখনও চলমান রয়েছে। মেধাবী গরিব শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে অনন্য ভূমিকা রাখছে সমাজহিতৈষী এই প্রতিষ্ঠান। শত প্রতিকূলতার মাঝেও বন্যা, খরা বা যেকোন দৈব-দূর্বিপাক বা প্রাকৃতিক দূর্যোগে মানুষের পাশে দাঁড়ায় প্রতিষ্ঠানটি। এ শতাব্দীর মহামারী করোনাকালীন সময়েও লতিফ মাস্টার ফাউন্ডেশন হাজার হাজার মানুষকে খাবার, ওষুধসহ অন্যান্য ত্রাণ সামগ্রী দিয়ে সহযোগিতা করেছে।
উল্লেখ্য, লতিফ মাস্টার ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা মো: রফিকুল ইসলাম সিপিএ। জনদরদী এই ব্যক্তির জন্ম বাংলাদেশের বাগেরহাট জেলায়। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। প্রবাসী হলেও দেশ-মাতৃকার টানে তিনি বাংলাদেশে ছুটে আসেন এবং মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখছেন। দীর্ঘ ২৭ বছর ধরে তিনি সমাজসেবামূলক নানা কাজ করে যাচ্ছেন। লতিফ মাস্টার ফাউন্ডেশন এর কার্যক্রম তারই প্রকৃষ্ট উদাহরণ। এছাড়া তার দুই ভাই, দুই বোন, তাদের স্বামী-স্ত্রীরাও এ কাজ সফল করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তাদের আত্মীয়-স্বজন এবং এলাকার সকল স্তরের মানুষ স্বেচ্ছাশ্রমের মাধ্যমে প্রকল্পগুলোর বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখছেন।