হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: নিউইয়র্ক সিটি ডেমোক্র্যাটিক পার্টির সাংগঠনিক পরিচালক পদে নিযুক্ত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত জামিলা উদ্দিন। ৯ জুলাই সোমবার নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক পার্টির নির্বাহী পরিচালক জিয়োফ বারমেন তাকে এ নিয়োগ দেন।
জানা যায়, এই প্রথমবারের মত কোন বাংলাদেশিকে এমন একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হলো। অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার-অ্যাসাল’র প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট, লোকাল ১৪০৭ এর প্রেসিডেন্ট ও ডিসি-৩৭ এর ট্রেজারার মাফ মিসবাহ উদ্দিন এবং কমিউনিটির মূলধারার নারী নেত্রী, নিউইয়র্ক সিটি ইলেকশন কমিশন মেম্বার ও সেফেস্টের প্রেসিডেন্ট-সিইও মাজেদা এ উদ্দিনের মেয়ে জামিলা উদ্দিনের জন্ম নিউইয়র্কে।
২০১২ সালে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার পুন:নির্বাচনী ক্যাম্পেইন টিমে নিউইয়র্ক অঞ্চলের ইয়্যুথ টিমের সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন জামিলা। এরপর জামিলা সিনেটর চাক সুমারের অফিসে ইন্টার্ণশীপে যোগদান করেন এবং ২০১৬ সালের প্রেসিডেনশিয়াল নির্বাচনে ফিলাডেলফিয়াতে হিলারি ক্লিনটনের কার্ডিনাটির হিসাবে কাজ করেন। এরপর গত ইলেক্শনে কংগ্রেসওম্যান কেরলিন মেলনির ক্যাম্পেইন টিমে ফিল্ড ডাইরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন ২৮ বছর বয়েসী জামিলা।
জন জে ক্রিমিনাল জাস্টিস স্কুল থেকে গ্র্যাজুয়েশনের পর ব্রুকলিন কলেজ থেকে আরবান প্ল্যানিংয়ে মাস্টার্স করেছেন জামিলা। ২০১৪ সালে ব্রুকলিন কলেজ জামিলা উদ্দিনকে “শার্লি চিশম এক্টিভিস্ট এওয়ার্ড” এ ভূষিত করা হয়। Shirley Chisholm আশির দশকে ব্রুকলিন হতে নির্বাচিত কংগ্রেস ওম্যান ছিলেন যিনি প্রথম মহিলা প্রেসিডেনশিয়াল ক্যান্ডিডেট প্রার্থী হিসাবে ডেমোক্রেটিক পার্টির নোমিনেশন চাইছিলেন।