হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: নিউইয়র্ক টাইমস্ এর বিবেচনায় মূলধারার ইংরেজী দশটি বৈশিষ্টপূর্ণ উপন্যাসের তালিকায় আমেরিকান প্রবাসী লেখক জসীমউদ্দিনের লেখা উপন্যাস “দ্য আমেরিকান ড্রীম” স্থান করে নিয়েছেন ।
সম্প্রতি বিশ্বনন্দিত The New York Times পত্রিকার ম্যাগাজিন ডিসকভার নিউ টাইটেলস্ সেকশনে আমেরিকান প্রবাসী জসীমউদ্দিনের উপন্যাস ”দ্য আমেরিকান ড্রীম” নির্বাচিত হয়েছে।
আমেরিকান পাবলিশার্স কোম্পানী Xlibirs জানিয়েছেন ১.৭ মিলিয়ন বই ক্রেতা, রিভিউয়ার্স এবং ট্রেডিশনাল পাবলির্শাস নিউইয়র্ক টাইমস্ এর বিশেষ উপন্যাস নির্বাচনে জড়িত। উল্লেখ্য, জসীমউদ্দিন এই উপন্যাসের গল্প থেকে ইংরেজি সিনেমা ” দ্য আমেরিকান ড্রীম” তৈরী করেছেন এবং আমাজন বিক্রি করে চলছে এই উপন্যাসটি। এই মুভিতে হলিউডের বিখ্যাত দুইজন অভিনেতা কাজ করবেন। এটি হবে একটি ঐতিহাসিক চলচ্চিত্র এবং ঘটনা। জসীমউদ্দিন এ ব্যাপারে সবার সহযোগীতা চেয়েছেন।
উল্লেখ্য যে, জসীমউদ্দিনের আরো নয়টি উপন্যাস প্রকাশিত হয়েছে, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, নিউইয়র্কয়ে সবার প্রিয়মুখ ও কমিউনিটি অ্যাকটিভিস্ট।