হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: বৃহত্তর নোয়াখালীর লক্ষীপুর জেলার রামগঞ্জের আওয়ামী লীগ নেতা ও কেন্দ্রীয় উপ-কমিটির সহ সম্পাদক মাইনউদ্দিন মাইনু’র যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষে সম্প্রতি নিউইয়র্কের বাঙালী অধ্যুষিত জ্যাকসন হাইটসের ‘ইত্যাদি’ গার্ডেনে লক্ষীপুর জেলার যুক্তরাষ্ট্র প্রবাসীদের পক্ষ থেকে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু প্রচার কেন্দ্র সমাজ কল্যান পরিষদের যুক্তরাষ্ট্রের সহ সভাপতি আওয়ামী লীগ নেতা ফিরোজ মাহমুদ। প্রধান আলোচক ছিলেন লক্ষীপুর জেলা কল্যান সমিতি যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাতা সভাপতি মাকসুদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মুজিবর রহমান মিয়া।
মতবিনিময় সভার প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহকারী সম্পাদক মাইনউদ্দিন মাইনু বলেন,-প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। বাংলাদেশকে বিশ্বে বিশেষ মর্যাদার আসনে সুপ্রতিষ্ঠিত করেছেন।
সভার প্রারম্ভে ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বপরিবারে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড, ৩রা নভেম্বর কারাগারে চার জাতীয় নেতা হত্যা, ১৯৭১’সালের মুক্তিযুদ্ধে, ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে সকল গণ আন্দোলনে নিহতদের স্মরণে সভায় দাঁডিয়ে একমিনিট নিরবতা পালন করেন। সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন ও নৈশভোজের মাধ্যমে সভাপতি সভার সমাপ্তি ঘোষনা করেন।