হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ২১ জুলাই ২০১৯, রবিবার নিউইয়র্কের বাঙালী অধ্যুষিত জ্যাকসন হাইটসের বিখ্যাত ডাইভারসিটি প্লাজায় শাহে আলম এমপি’র হাতে প্রবাস মেলা’র সৌজন্য কপি। এসময় প্রবাস মেলার নিউইয়র্ক প্রতিনিধি এবং আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিনের সভাপতি সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন বিশিষ্ট এই রাজনীতিবিদ এর হাতে পত্রিকা তুলে দেন।
শাহে আলম বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা ও বরিশালের (বানরীপাড়া ও উজিরপুর) থেকে নির্বাচিত মাননীয় সাংসদ, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি, ১৯৯০ সালের স্বৈরাচার পতনের আন্দোলনের অন্যতম ছাত্রনেতা।
এসময় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক মমতাজ শাহানা।
উল্লেখ্য সাংসদ শাহে আলম বাংলাদেশ থেকে টরন্টো হয়ে নেভাদা অঙ্গরাজ্য ও আরিজোনা অঙ্গরাজ্যের গ্রান্ড ক্যানিয়ন সফর করে নিউইয়র্কে আসেন ২০ জুলাই শনিবার। তিনি ২৪ জুলাই লন্ডনে আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনা সাথে সৌজন্য সাক্ষাত করবেন এবং পরদিন ঢাকায় ফিরে যাবার কথা রয়েছে।