হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: একাত্তরের ১ আগস্ট মুক্তিযুদ্ধের সমর্থনে নিউইয়র্কে ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ‘কনসার্ট ফর বাংলাদেশ’র স্মরণে ৬ মে শুক্রবার একই অডিটরিয়ামে ‘গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট’ আয়োজন করা হচ্ছে। এই কনসার্টে জাতীয় সঙ্গীত পরিবেশিত হবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠযোদ্ধা ও একুশে পদকপ্রাপ্ত শিল্পী কাদেরি কিবরিয়ার কন্ঠে।
কনসার্ট উপলক্ষে ৪ মে (বুধবার) সন্ধ্যায় নিউইয়র্কে বাংলাদেশ কন্স্যুলেট মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, এই কনসার্টের জন্য বাংলাদেশ সরকার বরাদ্ধ করেছে ১০ কোটি টাকা। গরিব দেশসমূহের শিশুদের সাইবার নিরাপত্তায় সহায়তার তহবিল গঠনের লক্ষ্যেই এই কনসার্ট অনুষ্ঠিত হচ্ছে।
টিকিট বিক্রির হিসাব পাওয়ার পর তহবিলের পরিমাণও জানানো হবে বলে সংবাদ সম্মেলন জানান তিনি।
প্রতিমন্ত্রী উল্লেখ করেন, বিশ্ববিখ্যাত রকস্টার গ্রুপ জার্মানির ‘স্করপিওনস’ এই কনসার্টে পারফর্ম করবে। তবে বাংলাদেশ নিয়ে কোন গান তারা গাইবে না। তাদেরকে আনা হয়েছে কনসার্টের প্রতি আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণের অভিপ্রায়ে।
কনসার্টে বাংলাদেশের ব্যান্ড দল চিরকুট বাংলাদেশ ভিত্তিক সঙ্গীত পরিবেশন করবে।
প্রবাসের বীর মুক্তিযোদ্ধা, প্রতিষ্ঠিত লেখক-সাহিত্যিক-সাংবাদিক-বিশিষ্টজনকে ফ্রি টিকেট দেয়া হচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
কনসার্ট নিয়ে গোপনীয়তা অবলম্বন করায় প্রবাসীরা আগে কিছুই জানতে পারেন নি। শেষ মুহূর্তে কনসার্টের বিস্তারিত তথ্য প্রকাশ করায় এরকম নাজুক অবস্থা তৈরি হয়েছে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, কনসার্টের জন্যে একাধিক মন্ত্রী, এমপি এবং বেশ কয়েকজন কর্মকর্তা এসেছেন, তবে সে সংখ্যা কোনভাবে ২০ জনের বেশি হবে না। আরও কয়েকজন এসেছেন নিজ খরচে। এ নিয়ে বিভ্রান্তির কোনো অবকাশ নেই।