প্রবাস মেলা ডেস্ক: বাংলাদেশের ব্যান্ডসঙ্গীত জগতের কিংবদন্তি জনপ্রিয় সঙ্গীতশিল্পী আইয়ুব বাচ্চু (৬০) ইন্তেকাল করেছেন ইন্নাি লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ সকাল ৯ টা ৫৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, সকালে ধানমন্ডির বাসায় হৃদরোগে আক্রান্ত হন আইয়ুব বাচ্চু। সকাল সাড়ে নয়টার দিকে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেয়া হয়। এরপরই তার মৃত্যুর খবর আসে। আইয়ুব বাচ্চুর মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
আইয়ুব বাচ্চু ১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন। তার সঙ্গীত জগতে পথচলা শুরু হয় ১৯৭৮ সালে ‘ফিলিংস’ ব্যান্ডের মাধ্যমে। তার কণ্ঠের প্রথম গান- ‘হারানো বিকেলের গল্প’। জনপ্রিয় ব্যান্ড এলআরবির দলনেতা ছিলেন আইয়ুব বাচ্চু।
তার জনপ্রিয় গানগুলোর মধ্যে ‘কষ্ট পেতে ভালোবাসি’ ‘সেই তুমি’, ‘সে তারা ভরা রাতে’, ‘সুখের পৃথিবী’, ‘হাসতে দেখো গাইতে দেখো’, ‘আমি বারো মাস তোমার আশাই আছি’, ‘মেয়ে’, ‘আম্মাজান’ ইত্যাদি। বাংলাদেশের জনপ্রিয় এই সঙ্গীতশিল্পীর মৃত্যুতে প্রবাস মেলা পরিবারের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে।