আবুল কালাম আজাদ খোকন: নারায়ণগঞ্জের ‘আলোকিত জালকুড়ি’ সংগঠনের উদ্যোগে জালকুড়ি হাইস্কুল এন্ড কলেজের দেয়ালে স্থাপন করা হয়েছে ‘মানবতার দেয়াল’। ৪ জানুয়ারি শুক্রবার বিকেল ৪টায় নারায়ণগঞ্জের রোকেয়া খন্দকার পৌর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুলতানা বেগম এই মানবতার দেয়াল উদ্বোধন করেন।
শীতার্ত মানুষের প্রতি সমাজের সামর্থ্যবান ও বিত্তশালীদের সাহায্য ও সহানুভূতির হাত সম্প্রসারিত করা প্রয়োজন। পর্যাপ্ত পরিমাণে শীতবস্ত্র সরবরাহ করে সাধ্যমত শীতার্তদের পাশে এসে দাঁড়ানো জন্যেই এই উদ্যোগ নেওয়া হয়। নিঃস্বার্থভাবে ছিন্নমূল অসহায় মানুষের সাহায্য ও সেবা করাই মানবধর্ম। এক মুসলমান অন্য মুসলমানকে কাপড় দান করলে আল্লাহ তাকে জান্নাতের পোশাক দান করবেন। সংগঠনের কার্যক্রম সঠিকভাবে চললে দরিদ্র ও অসহায়রা উপকৃত হবে। মানবতার দেয়াল উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ‘আলোকিত জালকুড়ি’ সংগঠনের সদস্যসহ জালকুড়িবাসীরা।