মো: মেসবাহ্ উদ্দিন আলাল, ভেনিস, ইতালি প্রতিনিধি: প্রাণে প্রাণে প্রাণ মিশে একই প্রাণ হোক, ঈদ মোবারক, ঈদ মোবারক- এই আহবানে র মধ্য দিয়ে ইতালির ভেনিসে নরসিংদী জেলা সমিতি ভেনিস, ইতালি এর উদ্যোগে অভিষেক, ঈদ পুণর্মিলনী ও সাংস্কৃতিক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় আয়োজন করা হয়।রেমিটেন্সের চাকা সচল রাখতে গিয়ে প্রিয়জনের সাথে ঈদ করা হয় না এই সব প্রবাসীদের, আর তাই তাদের কে ঈদ আমেজের পরিপুর্ণতা দিতে নরসিংদী জেলা সমিতি ভেনিস এই অনুষ্ঠান এর আয়োজন করে।
ভেনিসের মেস্ত্রে শহরের সর্ববৃহৎ মিলনায়তন সালা কলবে তে ঈদের দ্বিতীয় দিনের এই আয়োজনে প্রবাসী সর্বসাধারণ বাঙ্গালীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মত।
সংগঠনের সভাপতি মোহাম্মদ মনির হোসেন এর সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক, সাংগঠনিক, যুগ্ম সম্পাদক আবু বকর সিদ্দিকখান, রায়হান প্রধান এবং সুমন সরকার এর যৌথ পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ ওয়ার্ল্ড সার্ভিস এস, আর,এল চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান সরকার।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা বিল্লাল হাসাইন, আলী হোসেইন, ভৈরব পরিষদের প্রধান উপদেষ্টা সিরাজুল হক, নূর আলী পাঠান জিল্লু,রোকন মিয়া,সোলাইমান হোসাইন, কাজী রোনাক, আব্দুল কুদ্দুস, তাজুল ইসলাম।এছাড়াও বিভিন্ন সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দদের মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানস্থল।
সার্বিক ব্যবস্হাপনায় ছিলেন মোস্তাক আহমেদ, সালাহ উদ্দিন, রবিন মিয়া, ফারুক আহমেদ, কবির হোসেন, শফিকুর রহমান। সার্বিক সহযোগিতায় ছিরেন আসাদুর হক, আলমগীর রউফ, রফিক মিয়া, সিহাব ফারুক, আমজাদ হোসেন, ফকরুল আলম, আবুল হোসেন, কাজী সোহাক, নাসির।
সংক্ষিপ্ত ঈদ শুভেচ্ছা বিনিময় ও বক্তব্য প্রদান কালে বক্তারা প্রবাসীদের কল্যাণে নির্মিত নরসিংদী জেলা সমিতি ভেনিসে ঈদ উৎসব আয়োজনের জন্য অসংখ্য ধন্যবাদ জানান। স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এবারের ঈদ উৎসব এর মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা প্রবাসী বাঙ্গালী ও স্থানীয় ইতালিয়ানদের এক সৌহার্দের মিলনমেলায় রূপ নেয়।