প্রবাস মেলা ডেস্ক: চিত্রনায়িকা সাবরিনা সুলতানা কেয়া কিছুদিন আগেই ‘জল জোছনায়’ শিরোনামের একটি ছবির কাজ সমাপ্ত করেছেন। তার আগে কমপক্ষে ৫ ছবির কাজ সম্পন্ন করেছেন তিনি। এ ছবিগুলো সামনে একে একে মুক্তি পাবে। তবে এবার নতুন মিশন শুরু করেছেন তিনি। নতুন আরও একটি ছবির কাজ শুরু করেছেন। এরইমধ্যে শুটিংও শেষ করেছেন ছবিটির।
ছবিটির নাম ‘পরাণের পরাণ’। ছবিটির কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন সালমান জসিম। এ ছবিতে কেয়ার বিপরীতে অভিনয় করছেন চলতি প্রজন্মের চিত্রনায়ক অনিক রহমান অভি। আরও অভিনয় করছেন কাজী হায়াত, দুলারী, জ্যাকি আলমগীর, ডিজে সোহেল প্রমুখ।
ছবিটি প্রসঙ্গে কেয়া বলেন, একেবারে বাংলা ছবি যেমন হয় ‘পরাণের পরাণ’ ঠিক তেমন একটি ছবি। ভালো গল্প, নাচ, গান, অ্যাকশন- সবই আছে এখানে। কাজ করেও খুব ভালো লাগছে। আমার বিশ্বাস দর্শকদের ভালো লাগবে ছবিটি।
এদিকে নতুন কয়েকটি ছবি নিয়ে কথা হচ্ছে তার। এ বিষয়ে নায়িকা বলেন, ‘আমার প্রায় হাফ ডজন ছবি মুক্তির অপেক্ষায় আছে। ছবিগুলো নিয়ে আমি আশাবাদী। আরও কয়েকটি ছবি নিয়ে কথা চলছে। গল্প ও চরিত্র বুঝে নিচ্ছি। ব্যাটে-বলে মিললে ছবিগুলো করা হবে। তবে আমার সঙ্গে যায় এমন ছবিই কেবল করতে চাই। এ কারণে একটু সময় নিয়ে সিদ্ধান্ত নিচ্ছি। আশা করছি ভালো কিছু ছবি দর্শকদের উপহার দিতে পারবো।’