প্রবাস মেলা ডেস্ক: রওনক বিশাখা শ্যামলী একাধারে একজন উপস্থাপিকা, মডেল ও অভিনেত্রী। একসময় তিনি টিভি নাটকে নিয়মিত কাজ করলেও এখন চলচ্চিত্র অভিনয়ে বেশ মনোযোগী হয়েছেন। ইতিমধ্যে দুটি সিনেমার কাজ শেষ করেছেন। আর একটি সিনেমার কাজ খুব শিগগিরই শুরু হবে। মুক্তিযুদ্ধের সময়কার গল্প নিয়ে সরকারি অনুদানে নির্মিত সিনেমা ‘কাঁটা’র কাজ শেষ হয়েছে অনেক আগেই। প্রখ্যাত লেখক শহীদুল জহির এর সাড়া জাগানো উপন্যাস ‘কাঁটা’ অবলম্বনে সিনেমাটি পরিচালনা করেছেন টোকন ঠাকুর। আওয়াল চৌধুরী পরিচালনায় মুক্তিযুদ্ধের পটভূমিকার গল্প নিয়ে আরেকটি সিনেমা ‘যা ছিল অন্ধকার’-এর কাজও শেষ করেছেন শ্যামলী। গতবছর ১৬ ডিসেম্বর সিনেমাটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়েছে। এখন প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায়। শ্যামলী এখন প্রস্তুতি নিচ্ছেন নতুন সিনেমা ‘ঈশা খাঁ’র জন্য। এটি একটি ঐতিহাসিক সিনেমা। এই সিনেমায় শ্যামলীকে দেখা যাবে মানসিংহের স্ত্রীর চরিত্রে। এ প্রসঙ্গে শ্যামলী বলেন, ‘একে তো অনেক পুরনো সময়ের গল্প এটি, তার ওপর আমার চরিত্রটি একজন জমিদারের স্ত্রীর। তাই চরিত্রটি ফুটিয়ে তোলা বেশ চ্যালেঞ্জিং বলে মনে হচ্ছে। আমি সাধ্যমতো প্রস্তুতি নিচ্ছি। কীভাবে সম্ভ্রান্ত পরিবারের স্ত্রীরা কথা বলতেন, হাঁটাচলা করতেন এসব আয়ত্তে আনার চেষ্টা করছি। এ ছবিতে আমাকে নির্বাচন করার জন্য আমি পরিচালক ডায়েল রহমান ও প্রযোজক ডিএ তায়েব ভাইকে ধন্যবাদ জানাচ্ছি।’ শোবিজ মিডিয়ায় ক্যারিয়ারের এতদিন পর সিনেমায় আগ্রহী হওয়ার বিষয়ে শ্যামলী বলেন, ‘একসময় প্রচুর সিনেমার প্রস্তাব পেয়েছি। কিন্তু তখন বাণিজ্যিক সিনেমা হতো। যা করার ইচ্ছা ছিল না। এখন নানা ধরনের গল্পপ্রধান সিনেমা হচ্ছে। তাই অভিনয়ের ভালো সুযোগ তৈরি হয়েছে।’
উল্লেখ্য, শ্যাম বেনেগাল এর পরিচালনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক চলচ্চিত্রে ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্র করার জন্য অডিশন দিয়েছেন শ্যামলী। চূড়ান্ত অডিশনেও তিনি আছেন। শ্যাম বেনেগাল তাকে বলেছেন, চরিত্রটির জন্য আপনি পারফেক্ট। এ ব্যাপারে তার আশাবাদী হওয়ার কারণ, এর আগে বিটিভির জন্য নির্মিত একটি নাটকে তিনি এ চরিত্রে অভিনয় করেছেন। এখন চূড়ান্ত মনোনয়নের জন্য শ্যামলী সরকারি ঘোষণার অপেক্ষায় আছেন।