প্রবাস মেলা ডেস্ক: চলতি বছরের জানুয়ারি মাসে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর সাধারণ সম্পাদকের পদ নিয়ে শুরু হয় তুমুল আলোচনা। নির্বাচন নিয়ে দীর্ঘ সময় ধরে ব্যস্ত ছিলেন চিত্রনায়িকা নিপুণ। সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে যেতে হয়েছে আদালতেও।
এবার এসব আলোচনা সমালোচনাকে পেছনে ফেলে দুই বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া চিত্রতারকা নিপুণ ফিরেছেন সিনেমার শুটিংয়ে। তার আসন্ন নতুন সিনেমার নাম ‘ভাগ্য’। সিনেমাটির শুটিং চলছে রাজধানীর আফতাবনগরে। জানা গেছে, সিনেমার কাজ চলবে টানা ৩০ মে পর্যন্ত। এটি পরিচালনা করছেন মাহবুবুর রহমান।
সিনেমা নিয়ে নিপুণ গণমাধ্যমকে জানান, আমি চলচ্চিত্র সমিতির নির্বাচনের আগেই সিনেমাটির শুটিং শুরু করেছিলাম। সে সময় ৬ দিন শুটিং করি। এখন আবার শুরু করলাম। বিয়ের আসর থেকে কনে পালিয়ে যায়। এরপর থেকে শুরু হয় সিনেমার গল্প। আশা করছি দর্শকদের কাছে সিনেমাটির গল্প এবং আমার চরিত্রটি ভালো লাগবে।
এ সিনেয়ায় নিপুণের বিপরীতে রয়েছেন চিত্রনায়ক মুন্না। এ জুটি আগেও উত্তম আকাশের পরিচালনায় ‘ধূসর কুয়াশা’ নামের একটি সিনেমায় অভিনয় করেছিলেন। কো-আর্টিস্ট প্রশঙ্গে নিপুণ বলেন, আসলে মুন্না পেশায় মেরিন ইঞ্জিনিয়ার। উনি সেই জায়গার পাশাপাশি সিনেমাতেও কাজ করছেন। এটা চলচ্চিত্রের জন্য প্লাস পয়েন্ট। এ ছাড়া উনার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা বেশ ভালো।
সিনেমা মুক্তির ব্যাপারে নিপুণ বলেন, আমার ইলেকশনের জন্য চার মাস কাজ করতে পারিনি। এখন আমার অংশের কাজ টুকু চলছে। এ ৩০ তারিখের মধ্যে আমার অংশের কাজ শেষ হবে। এরপর পোস্ট প্রডাকশনের কাজ চলবে। তারপরই আসলে জানা যাবে কবে নাগাদ আসবে সিনেমাটি।
নির্বাচনের জন্য বেশ কিছু কাজে হাত দিতে পারেননি নিপুণ। তবে ধীরে ধীরে কাজে ফিরছেন এ অভিনেত্রী। এ ছাড়াও খুব শিগগিরই ছোট বোন নার্গিস আক্তার পলিনের নতুন একটি মিউজিক ভিডিওতে হাজির হবেন বলে জানিয়েছেন নিপুণ। নার্গিস আক্তার পলিন পেশায় একজন ডাক্তার। স্বামী ও সন্তান নিয়ে তিনি ইংল্যান্ডে বসবাস করেন। সেখানেই তিনি চিকিৎসা পেশায় কর্মরত। ২০১৯ সালে মুক্তি পাওয়া পলিনের ‘রং’ গানের ভিডিওতে চমক দেখিয়েছিলেন নিপুণ।