কামাল পারভেজ অভি, মক্কা, সৌদিঅারব প্রতিনিধি: সৌদিঅারবের মক্কায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রস্তাবিত চট্রগ্রাম জেলার দোহাজারী সাঙ্গু থানা দ্রুত বাস্তবায়নের দাবীতে দোহাজারী সাঙ্গু থানার আওতাধীন ৮ ইউনিয়নের মক্কা প্রবাসীদের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।২ আগস্ট বৃহস্প্রতিবার মক্কা নগরীর মিসফালায় হোটেল হুদ হুদেরর বলরুমে এ সভার অায়োজন করা হয়।
মক্কা প্রবাসী ফজলুল করিম খোকনের সভাপতিত্বে ও কাজী আবদুল্লাহ ও বোরহান রব্বানীর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন মক্কা চন্দনাইশ সমিতির সভাপতি মো: মোজ্জামেল হক, হারুন রশিদ (দোহাজারী) হাসান জসিম (ধর্মপুর), ডাঃ এজাজ উল্লাহ (সাতবাড়িয়া) আবু তৈয়ব (কালিয়াইশ) সাকের আহমদ-মুহাম্মদ মুখতার (খাগরিয়া) শাহ আলম(ধোপাছড়ি) মুহাম্মদ ফোরকান-আয়ুব আলী (কেওচিয়া) মুহাম্মদ আলমগির (পুরানগড়) খলিল আহমদ (বাজালিয়া) এস্কান্দর, মুহাম্মদ মুছা (সাতবাড়িয়া), জাহাঙ্গীর আলম(দোহাজারী) আলা উদ্দীন (দোহাজারী), সাইফুদ্দিন বিশাল (দোহাজারী), সেলিম জাবেদ (দোহাজারী), লিয়াকত জয় (দোহাজারী) সৈয়দ কাউসার আলম (দোহাজারী), ফারুক আজম-ফরহাদ- সাদ্দাম হোসেন- আদনান মাহিম- ডালিম, সাইফুল ইসলাম,- মুরশেদ আলম- আনসার আলী- আমির হোসেন- শওকত- মফিজ, খলিলুর রহমান (দোহাজারী) প্রমুখ।
বক্তারা দোহাজারীর ইতিহাস, ঐতিহ্য তুলে ধরে বাংলাদেশ সরকারের প্রয়াত রাষ্টপতি জিল্লুর রহমান ঘোষিত, চন্দনাইশ সাতকানিয়া (আংশিকের) সংসদ সদস্য নজরুল ইসলাম খানের সার্বিক সহযোগিতায় ৮ ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়গনের সাক্ষর ও সর্বস্তরের জনগনের গণশুনানির ভিত্তিতে দোহাজারী সাঙ্গু থানা নামে সরকার সর্বসম্মতিক্রমে দোহাজারী সাঙ্গু থানা নাম প্রস্তাবিত হয়।
প্রয়াত রাজনীতিবিদ জাফর আহমদ চৌধুরী দোহাজারীর নাম সরকারকে প্রস্তাব দিয়েছিলেন বলে সকলের বক্তব্যে উঠে আসে। অালোচনা সভা শেষে দোহাজারী থানা দ্রুত বাস্তবায়ন সহ সকল মুসলিম উস্মাহর শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।