লুৎফুর রহমান, দুবাই, ইউএই: ভিসা বন্ধের কারণে ৬ বছর ধরে বাংলাদেশিরা আরব আমিরাতে নানা কষ্টে ছিলেন। সম্প্রতিকালে সাধারণ ক্ষমা ও আভ্যন্তরীণ মালিক পরিবর্তনের ফলে বাংলাদেশিরা উপকৃত হয়েছেন। সেইসাথে ব্যবসায়ীরাও আশায় বুক বেঁধেছেন। আগামিতে দুবাইয়ে বাংলাদেশিদের ভিসা খোলার অপেক্ষায় আছেন প্রবাসীরা।
আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশি মালিকানাধীন ব্যাবসা প্রতিষ্ঠান আব্দুন নুর রইছ গার্মেন্টস এন্ড এমব্রয়ডারী টেইলারিং মেটারিয়ালস ট্রেডিং এলএলসি এর শুভ উদ্বোধন কালে বক্তারা এসব বলেছেন।
১০ অক্টোবর বুধবার দুবাই শহরের দেরা বাজারে উদ্বোধন করেন আল তিব্বত প্রতিষ্ঠানের ম্যানেজার নাদের আলী লতিফি (ইরানী) এবং সাঈদ লতিফি (ইরানী)।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকা প্রবাসী, আজিমগঞ্জ টাইটেল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল আব্দুস সালাম। পরে ব্যবসার উন্নতির জন্য দোয়া পরিচালনা করেন স্থানীয় বাংলা বাজার জামে মসজিদের ঈমাম।
প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী আবুল নূর তুষার বলেন, এই ব্যাবসা প্রতিষ্ঠানে বাংলাদেশিদের জন্য থাকবে সর্বোচ্চ ছাড়। তিনি বাংলাদেশি প্রবাসীসহ সকলের কাছে দোয়া চেয়েছেন।। প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ করে দেবার আশ্বাস জানিয়েছেন তিনি।
এ সময় আরো উপস্থিত ছিলেন ইমারত পারফিউমের স্বত্তাধিকারী হাবীব হোসেন, নুরুল হক লোদাই, রাসেল আহমদ, আনোয়ার, জাহেদ, আতিক, তৌহিদ, ফয়সল সহ আরো অনেকে।