মহিউল করিম আশিক, দুবাই, ইউএই প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আল আবীর আওয়ামী লীগ এর উদ্যাগে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে স্থানীয় একটি হোটেল হলরুমে কেক কাটা ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।
দুবাই আল আবীর আওয়ামী লীগ এর ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক এনাম এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সস্পাদক মোঃ সালাহউদ্দিন এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুবাই আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক এনামুল হক চৌধুরী।
প্রধান বক্তা ছিলেন দুবাই আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক এস এম সালাহউদ্দীন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যাংকার নুর মোহাম্মদ, মোঃ নাসির, মোঃ নৌমান, মোঃ বেলাল, মোঃ সালেহ, মোঃ মোজাম্মেল, মোঃ আনিস, মোঃ সোহেল, মোঃ মিজান সহ আরও অনেকে।
অনুষ্ঠানে দুবাই আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের বহু নেতাকর্মী উপস্থিত ছিলেন। শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।