শিবব্রত গুহ, কোলকাতা, ভারত থেকে: কাজী নজরুল ইসলাম নিজেই হলেন এক বিরাট ইতিহাস। তিনি বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি নামে পরিচিত। তাঁর কবিতা শিরায় উপশিরায় জাগায় বিদ্রোহের আগুন। তাঁর কবিতা মানুষকে অনুপ্রেরণা দেয়। তিনি লাভ করেছেন অমরত্ব।
২৬ মে ২০২১, বুধবার দশরূপক, এক অপূর্ব অনুষ্ঠানের আয়োজন করেছিল ১২২তম নজরুল জন্মজয়ন্তী উপলক্ষ্যে। এই অনুষ্ঠানটি শুরু হয়েছিল দশরূপক ফেসবুক পেজে ভারতীয় সময় ঠিক সন্ধ্যা ৭ টায় আর বাংলাদেশের সময় অনুযায়ী সন্ধ্যা সাড়ে সাতটায়। এই অনুষ্ঠানে অনেক মান্যগণ্য ব্যক্তি, শিল্পী উপস্থিত ছিলেন। বাংলাদেশ সরকারের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ, কোলকাতার বাংলাদেশ উপদূতাবাসের প্রথম সচিব ড. মুফাক খারুল ইকবাল, অধ্যাপক ও লেখিকা ড. বিনতা রায়চৌধুরী, সংগীতশিল্পী আবির্ভাব মোদক ও সোমনাথ কর্মকারের উপস্থিতিতে এই অনুষ্ঠান অনবদ্য হয়ে ওঠে।
এই অনুষ্ঠানের কারিগরী নির্দেশক ছিলেন অতসী মুখার্জ্জী। অরবিন্দ ঘোষের সুন্দর সঞ্চালনায় এই অনুষ্ঠান এক অন্য মাত্রা পেয়েছিল। বহু মানুষের মন জয় করে নিয়েছিল এই অনুষ্ঠান। যা সত্যিই অতুলনীয়।