প্রবাস মেলা ডেস্ক: প্রায় দুই বছর পর নতুন গান নিয়ে আসছেন নতুন প্রজন্মের কন্ঠশিল্পী বেলি আফরোজ। নিজেকে গোছানো এবং করোনা পরিস্থিতির জন্যই একটু সময় নিয়েছেন তিনি। অবশেষে তিনি জানান দিলেন, তার ‘বেলি আফরোজ’ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আজ রাতে প্রকাশ হচ্ছে বেলীর নতুন গান ‘তোকে চাই’। গানটির কথা, সুর এবং সংগীত করেছেন রবিন ইসলাম । গানটির ভিডিও পরিচালনাও করেছেন শিল্পী নিজেই। গানটি নিয়ে বেলী বলেন, করোনা পরিস্থিতির জন্য নতুন গান থেকে একটু বিরত ছিলাম। এখন সবকিছুই স্বাভাবিক। তাই আবারও নতুন গান নিয়ে হাজির হচ্ছি। গানটি একটু রক ঘরানার। যেমনটি আমার শ্রোতারা আমার কাছ থেকে সবসময় চান। গানের কথা সুর এবং মিউজিক ও চমৎকার। আশা করছি সবার ভালো লাগবে। আমি এখন আমার ইউটিউব চ্যানেল টাকেই সময় দিচ্ছি। ঈদের পরও আমার এই চ্যানেল থেকে নতুন গান প্রকাশ অব্যাহত থাকবে বলে তিনি জানান।