প্রবাস মেলা ডেস্ক: তাজমহলের বন্ধ কুঠুরিতে কোনো হিন্দু দেবদেবীর মূর্তি নেই জানিয়ে সেই ২২ বন্ধ কুঠুরির কয়েকটির ছবি প্রকাশ করেছে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (এএসআই)।
ঐতিহাসিক কাল থেকে এই কুঠুরিগুলো বন্ধও নয়। সংরক্ষণ কাজের জন্য চলতি বছরের জানুয়ারিতেই এসব বন্ধ কুঠুরি খোলা হয়েছিল বলেও জানায় তারা।
সম্প্রতি তাজমহলের এই বন্ধ ২২ কুঠুরিতে হিন্দু দেবদেবীর মূর্তি রয়েছে কি না, তা জানতে চেয়ে এলাহাবাদ হাইকোর্টের লক্ষ্মৌ বেঞ্চে কুঠুরিগুলো খুলে পরীক্ষা-নিরীক্ষার আবেদন করেন বিজেপির অযোধ্যার মিডিয়া ইনচার্জ রজনীশ সিং। মামলাটি আদালত খারিজ করে দিলেও অবসান হয়নি বিতর্কের।
‘তেজো মহালয়’ নামের এক প্রাচীন শিবমন্দিরের ওপর নির্মিত হয়েছে তাজমহল- এমন গুজবও ছড়ানো হয় তাদের পক্ষ থেকে। এবং তাজমহলের ‘প্রকৃত ইতিহাস’ অনুসন্ধানে এএসআইকে দায়িত্ব দেওয়ার আবেদনও করা হয়। কোনো হিন্দু মন্দিরের কাঠামোর ওপর মোগল সম্রাট শাহজাহান এই বিস্ময়কর স্থাপত্য নির্মাণ করেছিলেন কি না- তা পরীক্ষা করে দেখার দাবিতে আন্দোলন শুরুরও পাঁয়তারা শুরু করে তারা।
তবে ১৩ মে ২০২২, শুক্রবার এএসআই’র জ্যেষ্ঠ কর্মকর্তাদের উদ্ধৃত করে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, তাজমহলের মূল কাঠামোর নিচের ওই কক্ষগুলো সব সময় বন্ধ থাকে না। এসব কক্ষে কোনো দেবদেবীর মূর্তি নেই।
বহু নথি ও প্রতিবেদন পর্যালোচনা করে এখন পর্যন্ত এসব কুঠুরিতে কোনো হিন্দু দেবদেবীর মূর্তি থাকার অস্তিত্ব মেলেনি বলেও জানান তারা।