প্রবাস মেলা ডেস্ক: কলকাতা-ঢাকা রুটে সরাসরি ট্রেন যোগাযোগ চালু হওয়ার পর এই রুটে সরাসরি বাস সার্ভিস কবে চালু হবে তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। আগামী ১০ জুনই শুরু হতে পারে ঢাকা-কলকাতা রুটে বাস সার্ভিস। এমনটাই ধারণা সংশ্লিষ্ট কর্মকর্তারা। যদিও সরকারিভাবে এখনো কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি। করোনা মহামারির কারণে ২০২০ সালের মার্চ মাস থেকে বন্ধ ঢাকা-কলকাতা রুটের বাস চলাচল। প্রায় ২৬ মাস পর বিশ্বজুড়ে যখন করোনা মহামারি অনেকটাই নিয়ন্ত্রণে তখনই চাকা গড়িয়েছে ঢাকা-কলকাতা এবং কলকাতা-খুলনা রুটের রুটে মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস। ১ জুন থেকে ঢাকা-শিলিগুড়ি রুটে চলবে মিতালী এক্সপ্রেস।
দু’দেশের মধ্যে বিমান চলাচল শুরু হয়েছে অনেক আগেই। এখন বাকি ঢাকা-কলকাতা রুটে সরাসরি যাত্রীবাহী বাস চলাচল। যাত্রীরা বলছেন, সরাসরি বাস পরিষেবা চালু হলে কমবে দুর্ভোগ। কলকাতায় কথা হয় এক বাংলাদেশি যাত্রীর সঙ্গে। তিনি বলেন, আমরা যারা ভারতে আসি বিভিন্ন সমস্যা নিয়ে এবং যারা চিকিৎসা করাতে আসি তাদের অনেক সমস্যায় পড়তে হয়। বাস সুবিধা চালু হলে আমাদের অনেক সুবিধা হবে। আরেক যাত্রী বলেন, আমাদের যেহেতু আশা দিয়েছে আগামী মাস থেকে বাস সুবিধা চালু হবে, আলহামদুলিল্লাহ এটা শুনে ভালো লেগেছে। আরেক জন বলেন, কলকাতা থেকে যে হিলি যাব সেটা একটু সমস্যা।
ঢাকা-কলকাতা রুটে সরাসরি বাস চালু না থাকলেও ঢাকা থেকে বেনাপোল বন্দরে নেমে আবার পেট্রাপোল স্থলবন্দর থেকে আলাদা বাসে কলকাতায় সার্ভিস চালু রেখেছে বেশ কয়েকটি পরিবহন সংস্থা। তবে এক্ষেত্রে পোহাতে হয় চরম ভোগান্তি।