শেখ এহছানুল হক খোকন, কুয়েত সিটি, কুয়েত: কুয়েতের বাঙালি অধ্যুষিত হাসাবিয়া এলাকা একটি হোটেলে ঝালকাঠি জেলা প্রবাসী পরিষদ কুয়েতের অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি জমাদ্দার জাহাঙ্গীর হোসেন লালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী ওমর আলী এবং কোরবান আলীর যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কমিউনিটি কুয়েতের সভাপতি জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কল্যাণ পরিষদ কুয়েতের সভাপতি কামাল হোসেন, শের এ বাংলা স্মৃতি পরিষদ কুয়েতের সভাপতি নাসির হাওলাদার, বরিশাল বিভাগীয় কল্যাণ পরিষদ কুয়েতের সাধারণ সম্পাদক প্রকৌশলী ফরিদ উদ্দিন সহ অনেকে।
বক্তব্য রাখেন কবি আব্দুর রহিম, সিঃসহ সভাপতি আব্দুল ছাত্তার তালুকদার, সহ সভাপতি গোলাম কিবরিয়া, কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের হাওলাদার, মোঃ সালেহ, মীর মোনাচ্ছেক, আরিফুল রহমান শাহীন, শাহীন মৃধা, ইদ্রিস আলী খান, আব্দুর রাজ্জাক, সাইয়িদুল, নাসির সহ অসংখ্য বরিশাল, ঝালকাঠি ও কমিউনিটির ব্যক্তিবর্গ’।
অনুষ্ঠানে ১২১ সদস্য বিশিষ্ট নব কমিটির অভিষেকে সকল সদস্যদের পরিচয় ও কাজী ওমর আলীর রোগ মুক্তি কামনায় দোয়া করেন মাওলানা আবুল বাশার। বক্তারা প্রবাসে দেশে সকল ঝালকাঠীবাসীর উন্নয়নে সহযোগিতা সহ বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরেন। এ সময় সংগঠনের বিভিন্ন পযায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নৈশ ভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।