হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: জেএসডি সভাপতি, স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার আন্দোলনের অন্যতম নেতা, ডাকসু’র প্রথম সরাসরি ভোটে নির্বাচিত ভিপি, স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের চার খলিফার অন্যতম নেতা, বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর প্রথম বিরোধী দল জাতীয় সমাজতান্ত্রিক দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আ স ম আবদুর রব হার্টের চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রের বোস্টন, ম্যাসাচুসেটসে অবস্থান করছেন। তিনি গত ৯ মে, ২০২১ রবিবার কাতার এয়ারলাইন্স যোগে বোস্টনে আসেন। সাথে সহধর্মিনী জেএসডি সিনিয়র সহ সভাপতি তানিয়া রবও এসেছেন।
আ স ম রব যুক্তরাষ্ট্রে তাঁর হার্টের ও শারীরিক সকল রুটিন চেকআপের পর ডাক্তারের পরামর্শ মোতাবেক পরবর্তি সিদ্ধান্ত গ্রহনের বিষয়টি বিশেষ বিবেচনাধীন বলে জানা গেছে। এই সময়ে তিনি সস্ত্রীক যথাসম্ভব যুক্তরাষ্ট্র প্রবাসী দুই ছেলে, ছেলের বউ ও একমাত্র নাতিনসহ যুক্তরাষ্ট্র প্রবাসী শুভাকাংখি সকলের সাথে সময় কাটাবেন। তিনি মোটামুটি এখন সুস্থ আছেন। তবুও ডাক্তারী পরীক্ষার পর যাতে দ্রুত দেশে ফিরতে পারেন-সেজন্য সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।
উল্লেখ্য, তিনি ১৯৮৮ সনে জাতীয় সংসদের বিরোধী দলের নেতা নির্বাচিত হন। ১৯৯৬ সালে জাসদ থেকে নির্বাচিত সংসদ সদস্য আ স ম আবদুর রব কর্মীদের চাপে সেই সময়কার গনতান্ত্রিক ধারাকে বেগবান করার জন্য শেখ হাসিনার নেতৃত্বে ঐকমত্য সরকারে যোগ দিলে দীর্ঘদিন পর নতুন ইতিহাস তৈরী হয়। ঐকমত্যের সরকারে তিনি প্রথমে নৌ পরিবহন মন্ত্রী ও পরে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী’র দায়িত্ব পালন করেন। জুলাইয়ের শেষে তার দেশে ফেরার সম্ভাবনা আছে। তাদের সাথে যোগাযোগের ফোন: ৯২৯-২৭০-৫৩১০, ৬৪৬-২৬০-৪২১২, ৩৪৭-৩২৩-৪৪৭০ ও ৯১৭-৮৩৭-৩৭০০ ।