হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ফ্যাশন ডিজাইনার রুনি তার স্বকীয়তায় ফ্যাশন সচেতন মানুষের কাছে হয়ে উঠেছেন প্রিয় এক প্রসঙ্গ, গড়েছেন আপন ভুবন, করেছেন অর্জন সম্মান, সাথে অগণিত অনুসারী।
মার্জিত রং এর সমাহার, ইউনিক ও সময়োপযোগী ডিজাইন এবং ক্রয় ক্ষমতার অনুকূলে রেখে তৈরী করে চলেছেন একের পর এক রুচিশীল ডিজাইন এবং সেই সাথে এবারের নতুন সংযোজন ফ্যাশনেবল জুয়েলারি, যা মেয়েদের সাজসজ্জায় এনে দিবে ভিন্ন এক মাত্রা।
১৮ নভেম্বর’ ২০১৮ রবিবার, ১৬৭-০৬ হিলসাইড এভিনিউ, জামাইকাতে অবস্থিত শোরুম
“রুনি’স ডিজায়ার” এ আয়োজন করেছিলেন নতুন সব ডিজাইন এর এক্সিবিশন। ফোবানা ২০১৯ আহ্বায়ক নার্গিস আহমেদ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ফ্যাশন অনুসারীদের উজ্জ্বল উপস্থিতি ছিলো ডিজাইনার রুনি’র সফলতার এক ইতিবাচক দিক। পোশাকশিল্পের সমৃদ্ধের সাথে ডিজাইনার রুনিও আছে, এটা আমদের অহংকার, তথা দেশের গৌরব।
“রুনি’স ডিজায়ার” এ আয়োজন করেছিলেন নতুন সব ডিজাইন এর এক্সিবিশন। ফোবানা ২০১৯ আহ্বায়ক নার্গিস আহমেদ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ফ্যাশন অনুসারীদের উজ্জ্বল উপস্থিতি ছিলো ডিজাইনার রুনি’র সফলতার এক ইতিবাচক দিক। পোশাকশিল্পের সমৃদ্ধের সাথে ডিজাইনার রুনিও আছে, এটা আমদের অহংকার, তথা দেশের গৌরব।