প্রেস বিজ্ঞপ্তি: রাবাব ফাতিমা জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল পদে নিয়োগ পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।
শনিবার (১১ জুন) গণমাধ্যমে পাঠানো এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, “জতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমাকে ‘জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল” উচ্চ পর্যায়ে এ নিয়োগ ঘোষণা করায় আমি তাঁকে প্রানঢালা অভিনন্দন জানাই।”
অভিনন্দন বার্তায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী আরও বলেন, “আমি আশা রাখি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা গত তিন দশকের বেশি সময় আন্তর্জাতিক অঙ্গনে বর্ণাঢ্য কর্মময় পেশাদার কূটনৈতিক হিসাবে সুনাম অর্জন করেছেন তা তিনি অব্যাহত রাখবেন।
তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালকের দায়িত্ব এবং জেনাভায় ও কমনওয়েলথ সেক্রেরেটারিয়েটে মানবাধিকার, আন্তর্জাতিক অভিবাসন এবং দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম এশিয়ার জলবায়ু পরিবর্তন ও অভিবাসন বিষয়ক কাজ করার তাঁর সুদীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। আগামীতে তিনি অতীত অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশসহ বিশ্বের স্বল্পোন্নত দেশ, স্থলবেষ্টিত উন্নয়নশীল দেশ এবং ক্ষুদ্র দ্বীপ দেশগুলোর হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করে সুনাম বয়ে আনবেন। জাতিসংঘে তাঁর এ নিয়োগে বিশ্বে বাংলাদেশর সম্মান উচ্চতার শিখরে নিয়ে যাবে।
ডা. জাফরুল্লাহ বলেন, প্রথমবারের মত বাংলাদেশের ফরেন সার্ভিসের একজন নারী কূটনৈতিক ‘জাতিসংঘের আন্ডার সেক্রেরেটারি জেনারেল’ হিসাবে রাবাব ফাতিমার নিয়োগ বাংলাদেশের ভাবমূর্তি সারা পৃথিবীতে উজ্জ্বল করেছে। আমি রাবাব ফাতিমার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।”