মোহাম্মদ রাশেদ, আম্মান, জর্ডান: জর্ডানের রাজধানী আম্মানে বেয়াদের এলাকায় বসবাসরত মোঃ শাহজাহান আলী দাবুক এলাকায় বয়লারের মেরামতের কাজ করতে গিয়ে বিস্ফোরণে গুরুতর আহত হয়েছে।
তার শরীরের অনেকাংশই পুড়ে গেছে। গুরুতর শাহজাহান আলী বর্তমানে কিং হুসাইন হসপিটালে ভর্তি রয়েছে। আহত শাহজাহান আলীর জন্য প্রবাসী সহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছন তার স্ত্রী।
উল্লেখ্য, শাহজাহান আলী কুমিল্লা জেলার বড়ুরা থানার দনিশহর গ্রামের আলী মিয়ার ছেলে।