রাশেদ কাদের, আম্মান, জর্ডান প্রতিনিধি: জর্ডানে এক মাস সিয়াম সাধনার পর জর্ডান প্রবাসী বাংলাদেশিরা ঈদ উদযাপন করছেন। ঈদুল ফিতরের বৃহৎ জামাত অনুষ্ঠিত হয়েছে আলতাজম্মাত, সাহব, জর্ডানে। জর্ডান বাংলাদেশ দূতাবাসের মাননীয় রাষ্ট্রদূতের নির্দেশে বাংলাদেশি প্রবাসীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ঈদের নামাজ আদায় করেন দূতাবাসের কাউন্সিলর জনাব বসির আহম্মেদ এবং প্রথম সচিব জনাব সোহাগ হাওলাদার।
জনাব বসির সাহেব খুদবা শেষে মোনাজাতের পর্বে উপস্হিত বাংলাদেশি প্রবাসীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের মাঝে উপস্থিত হয়ে এক সাথে সালাত আদায় করতে পেরে খুবই ভালো লাগলো। আপনাদের মাঝে যে একতা তা প্রশংসনীয়। আপনাদের যে কোন সমস্যা আমাদের দূতাবাসে তুলে ধরবেন, আমরা সমাধানের চেষ্টা করবো। আপনারা কোনভবেই অবৈধ হবেন না। জর্ডান সরকারের নিয়ম কানুন মেনে চলবেন ।
মোনাজাতে প্রবাসীদের পরিবার পরিজনদের জন্য বিশেষ দোয়া করা হয় এবং প্রবাস জীবনে যাহারা তাদের পরিবারের সদস্যদের হারিয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করা হয়। আয়োজনে ছিলেন জনাব বসির আহম্মেদ, মেজবা উদ্দিন, ফজলুর রহমান, নুরে আলম সেলিম, সৈয়দ মামুন, কাসেম মজুমদার, শাহ আলম, সাদ্দাম হোসেন, বাংলাদেশি ব্যবসায়ী নুরুল ইসলাম, বিল্লাল হোসেন। পরিচালনায় কামাল হোসেন, জাহিদ হোসেন, আমিনুল ইসলাম ও আরো অনেকে।