প্রবাস মেলা ডেস্ক: ২৯ মে ২০২২, বুধবার যতটা না রৌদ্রোজ্জ্বল ছিল টরোন্টোর আকাশ, তার চেয়েও বেশি আনন্দোজ্জ্বল ছিল চট্টগ্রাম সমিতি কানাডার সবার হৃদয়। টেইলর ক্রিক পাবলিক স্কুল, স্কারবোরো মাঠে অনুষ্ঠিত পিজিয়ন গ্রুপ টরন্টো কতৃক আয়োজিত ‘সিক্স -এ -সাইড ক্রিকেট টুর্নামেন্ট ২০২২’ এ ‘চিটাগং ভাইকিংস’ বনাম ‘টিম আগুন’ ফাইনাল ম্যাচের আসর। অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে বিজয়ী হয় চট্টগ্রাম সমিতি কানাডার ক্রিকেট টিম ‘চিটাগং ভাইকিংস’। সংগঠনের যুগ্ম-আহ্বায়ক মাহবুবুল ইসলাম সাইফুল, সদস্য মোহাম্মদ শাহাজাহান সহ আরো অনেকেই মাঠে উপস্থিত থেকে ক্রিকেটারদের উৎসাহ প্রদান করেন।
এই বিজয়ে চট্টগ্রাম সমিতি কানাডা অত্যন্ত গর্বিত, আনন্দিত এবং উদ্দীপ্ত। এই গর্বিত জয়ের জন্যে ‘চিটাগং ভাইকিংস’ এর টীম ম্যানেজার আনোয়ার সালাম, অধিনায়ক স্বাক্ষর বড়ুয়া সহ চিটাগং ভাইকিংসের সকল খেলোয়াড়দের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম সমিতি কানাডা ইন্কের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াস মিয়া এবং সদস্য় সচিব মঞ্জুর চৌধুরী।