মার্ক রায়, তুলুজ, ফ্রান্স প্রতিনিধি: সুবিধাবঞ্চিত এবং ছিন্নমূল শিশুদের ভালোবাসার উৎস ‘ছায়াতল বাংলাদেশ’-এর মোহাম্মদপুর ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো ফ্রান্স প্রবাসী গুণীজনদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। জোবায়ের হোসেন এবং মাহমুদা আফরোজ তানভী এর প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতেই সুবিধাবঞ্চিত শিশুরা জাতীয় সংগীত পরিবেশন করে।
সংগঠনের ভাইস চেয়ারম্যান তাওহিদুন্নাহার দীপ্তি এর সভাপতিত্বে, প্রধান অতিথির আসন গ্রহণ করেন- জোসেফ ডি কস্তা-(সভাপতি, বাংলাদেশী প্রবাসী খ্রিস্টান এসোসিয়েশন, তুলুজ ফ্রান্স), বাবলু রোজারিও-(প্রাক্তন মেম্বার, নাগরি ইউনিয়ন পরিষদ, কালীগঞ্জ, গাজীপুর), জনি রিগান কস্তা।

সংগঠনের পরিচিতি পার্বে সভাপতি উল্লেখ করেন, স্বপ্নবাজ যুবক পরিচালক সোহেল রানা মহোদয়ের মানবিক ইচ্ছা থেকে ১৬ মার্চ ২০১৬ ঢাকাস্থ শ্যামলী পার্কে ছায়াতল বাংলাদেশ এর সৃষ্টি। পড়ন্ত বিকেলে গাছতলায় ঝাল মুড়ি দিয়ে যার শুভ সূচনা। সেদিন অক্ষর জ্ঞানহীন ছিন্নমূল টোকাই রকিব চেষ্টা করছিল তার নাম লেখার। তারপর ১ জন থেকে ৩ জন, ৩ থেকে ৫ এমনি করেই সকলের আন্তরিকতা ও সহযোগিতায় আজ ১৪৩ জন পথ শিশুর ভালবাসার ঠিকানা হয়েছে ছায়াতল বাংলাদেশে। সকালের নাস্তা, দুপুরের খাবার, বাচ্চাদের শিক্ষাদান, স্কুল সামগ্রী বিতরণ করা আমাদের মূল লক্ষ্য।
প্রধান অতিথি যোসেফ ডি কস্তা তার বক্তব্যে উল্লেখ করেন, বাংলাদেশি প্রবাসী খ্রিস্টান এসোসিয়েশন, ফ্রান্সের তুলুজে শহরে এক যুগের বেশি সময় ধরে মানবিক কাজ করে যাচ্ছে। ফ্রান্সের তুলুজে শহরে যাহারা নতুন আসে, প্রাথমিক অবস্থায় তাদের বাসস্থান, বিছানাপত্র, আহার ইত্যাদি প্রয়োজন অনুসারে প্রদান করে। স্থায়ীভাবে থাকার জন্য সরকারের কাছে আবেদন সহ বিভিন্ন অফিসিয়াল কাজে সাহায্য সহযোগিতা করছে নিয়মিত। করোনাকালীন সময়ে বাংলাদেশের বিভিন্ন জেলাতে সমস্যাগ্রস্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছে। প্রবাসে বসবাসরত নতুন প্রজন্মদের বাংলাদেশের কৃষ্টি-কালচার জানানোর জন্য ধর্মীয় এবং রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলি নিয়মিত পালন করে। তিনি ছায়াতল বাংলাদেশের সকল স্বেচ্ছাসেবী মানবিক মানুষদের ভূয়শী প্রশংসা করেন। বিশেষ অতিথি বাবলু রোজারিও তার বক্তব্যে উল্লেখ করেন সামাজিক দায়বদ্ধতা থেকেই এমনি ভাল কাজে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি ছায়াতল বাংলাদেশের এই মহান কাজ এর সাথে সম্পৃক্ত সকলকে সাধুবাদ জানান।
ছায়াতল বাংলাদেশ, প্রবাসে মানবিক কাজের জন্য বাংলাদেশী প্রবাসী খ্রিস্টান এসোসিয়েশন, তুলুজ ফ্রান্সের সভাপতি যোসেফ ডি কস্তা মহোদয়কে সম্মাননা স্মারক প্রদান করেন। করোনাকালীন সময়ে সুদূর প্রবাসে বসে প্রিয় বাংলাদেশের মানুষের সমস্যার কথা চিন্তা করে, তাদের পাশে দাঁড়ানোর জন্য ইউরোপিন বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন এর কো-অর্ডিনেটর মার্ক রায় কে বিশেষ সম্মান প্রদান করা হয় এ অনুষ্ঠানে।
ঠিক একই সাথে বাংলাদেশী প্রবাসী খ্রিস্টান এসোসিয়েশন, তুলুজ ফ্রান্স তাদের সংগঠনের পক্ষ থেকে ছিন্নমূল ঝরে পড়া, সুবিধাবঞ্চিত শিশুদের জীবনমান উন্নয়নে এই সংগ্রামের জন্য ছায়াতল বাংলাদেশকে বিশেষ ভালোবাসা প্রদান করেন।
সবশেষে ছিন্নমূল শিশুদের মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।