প্রবাস মেলা ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ১ জুন ২০২২, বুধবার জাতীয় প্রেসক্লাবের মওলানা আকরম খা হলে আয়োজিত এক আলোচনা সভায় বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের চালিকাশক্তি ছয় দফা দাবি প্রণয়নে ইত্তেফাকের প্রতিষ্ঠাতা তফাজ্জল হোসেন মানিক মিয়ার শীর্ষস্থানীয় ভূমিকা রেখেছিলেন। তিনি আরও বলেন, ১৯৬৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ছয় দফা উপস্থাপন করেছিলেন, সেই ছয় দফা ও তার বিষয়বস্তু প্রণয়নে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকসহ যে কয় জন রাজনৈতিক ও বুদ্ধিজীবী বঙ্গবন্ধুকে বিভিন্নভাবে সহযোগিতা করেছিলেন তার মধ্যে মানিক মিয়া ছিলেন শীর্ষস্থানীয়। সে কারণে ইত্তেফাক পত্রিকা এই ছয় দফাকে জনপ্রিয় করা ও গণমানুষের কাছে তুলে ধরার জন্য অসাধারণভাবে, নিরবচ্ছিন্নভাবে প্রয়াস রেখেছিলেন। যার ফলে মানিক মিয়াকে কারাবন্দি হতে হয়েছিল এবং পরবর্তীকালে ইত্তেফাককে বন্ধ ঘোষণা করা হয়েছিল। ১ জুন ২০২২, বুধবার তফাজ্জল হোসেন মানিক মিঞার ৫৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থার উদ্যোগে ‘নির্ভীক সাংবাদিক-সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়া এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম’ শীর্ষক এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হোমিও বোর্ডের চেয়ারম্যান ডা. দিলীপ রায়। তিনি বলেন, মানিক মিয়া দেশের স্বাধীনতা সংগ্রাম, বঙ্গবন্ধুর ১৩ বছর কারাগারের জীবনী, ছেষট্টির ছয় দফার প্রেক্ষাপটগুলো সার্বিকভাবে কলমের মাধ্যমে তুলে ধরে বঙ্গবন্ধুকে অনুপ্রেরণা দিয়েছিলেন।
এছাড়া বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সভাপতি এস এম জামাল উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সংস্থার সহ-সভাপতি গিয়াস উদ্দিন বসু ও সিনিয়র সহ-সভাপতি নাসিরুল হক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মানিক লাল ঘাষ এবং প্রিন্সিপাল আলী আহমেদ।
সূত্র: দৈনিক ইত্তেফাক