প্রবাস মেলা ডেস্ক: ঢাকাই সিনেমার ‘মার্শাল আর্ট হিরো’ চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল চিকিৎসার জন্য বর্তমানে ভারতে অবস্থান করছেন বলে জানান নন্দিত নায়িকা অঞ্জনা রহমান।
জানা গেছে, নিয়মিত চেকআপের অংশ হিসেবেই তিনি ভারত গিয়েছেন। সেখানে গিয়ে চেকআপ করেই দেশে ফিরবেন এই অভিনেতা। এদিকে চিত্রনায়ক রুবেলের হাতে বেশ কয়েকটি সিনেমার কাজ রয়েছে। দেশে ফিরেই সিনেমার শুটিং শুরু করবেন বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানগুলো।
১৯৮৬ সালে ‘লড়াকু’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন নায়ক রুবেল। রুবেল অভিনীত কোনো ছবিই প্রায় দেড় যুগের বেশি সময় ফ্লপ বা ব্যবসায়িক ভাবে ব্যর্থ হয়নি। এমনকি রুবেল অভিনীত প্রথম টানা ১০টি মুক্তিপ্রাপ্ত ছবিই ছিল বাম্পারহিট এবং সুপার হিট। লড়াকু নায়ক রুবেল একাধারে নায়ক, প্রযোজক, পরিবেশক, কণ্ঠশিল্পী ও চিত্রপরিচালক, ফাইট ডিরেক্টর। চলচ্চিত্র জীবনে প্রায় ৩৫ বছরে ২৩০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। ৯৭ জন নায়িকার বিপরীতে অভিনয় করেছেন রুবেল।
নায়ক রুবেল সম্প্রতি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সহ-সভাপতির পদে নির্বাচন করেন। একাধিকবার তিনি চলচ্চিত্র শিল্পী সমিতির বিভিন্ন পদে জয়ী হয়েছেন।