প্রবাস মেলা ডেস্ক: চিকিৎসা ও অসহায়ত্ব দূর করতে চার প্রথিতযশা শিল্পীর পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলচ্চিত্র অভিনেতা প্রবীর মিত্র, অভিনেত্রী রেহানা জলি ও নূতন এবং কণ্ঠশিল্পী কুদ্দুস বয়াতিকে ৮ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টায় গণভবনে ৯০ লাখ টাকা অনুদান প্রদান করেন প্রধানমন্ত্রী।
এসময় চার শিল্পী উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর কাছ থেকে এই অনুদান গ্রহণ করেন। প্রবীর মিত্র ও রেহানা জলি পেয়েছেন ২৫ লাখ করে এবং অভিনেত্রী নূতন ও শিল্পী কুদ্দুস বয়াতি পেয়েছেন ২০ লাখ করে।
জানা গেছে শিল্পী ঐক্যজোটের সভাপতি ও অভিনেতা ডি এ তায়েবের পরামর্শে সংগঠনটির সাধারণ সম্পাদক ও নাট্য নির্মাতা জিএম সৈকতের তত্ত্বাবধানে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেন শিল্পীরা। অনুদান গ্রহণের সময় শিল্পী ঐক্যজোটের পক্ষ থেকে নির্মাতা জিএম সৈকত উপস্থিত ছিলেন ।
অনুদান পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় চার শিল্পী প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী একজন অমায়িক মানুষ, এতো ব্যস্ততা, এতো ঝামেলার মধ্যেও হাসি-মুখে যিনি শিল্পীদের কদর করেন তার কাছে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমাদের নেই।
অসহায় এসব শিল্পীদের অনুদান দেয়ায় শিল্পী ঐক্যজোটের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান সংগঠনটির সভাপতি ডি এ তায়েব ও সাধারণ সম্পাদক জিএম সৈকত।