প্রবাস মেলা ডেস্ক: কুষ্টিয়া জেলার খোকসা থানার শোমসপুর বহুমুখী উচ্চবিদ্যালয় এর সাবেক প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মরহুম আতাহার হুসাইন মাষ্টারের সহধর্মিণী, প্রবাস মেলা’র সম্মানিত উপদেষ্টা মামুন ইমতিয়াজ এবং সম্পাদক শরীফ মুহম্মদ রাশেদ এর মাতা জনাবা মমতাজ বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। ৩ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ৮টায় রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে ২ সেপ্টেম্বর সোমবার সকালে হৃদযন্ত্রের সমস্যায় আক্রান্ত হয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি হয়েছিলন। সেখানকার চিকিৎসকদের পরামর্শে ৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৭টায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকায় তাকে স্থানান্তর করা হয়েছিল।
মৃত্যুর সময় মমতাজ বেগম চার ছেলে, চার মেয়ে, নাতি -নাতনি, আত্মীয় -স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, ৪ সেপ্টেম্বর বুধবার বাদ জোহর জানাযা শেষে শোমসপুর মরহুমার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনার জন্য তার সন্তানেরা সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন।