প্রেস বিজ্ঞপ্তি: ১৯ জুন ২০২২, রবিবার সন্ধ্যায় কানাডিয়ান লিজিয়ন হল, ৯ ডজ রোড, টরন্টোতে চট্টগ্রাম সমিতি কানাডা ইন্ক এর উদ্যোগে অভিষেক ও ঈদ পূনর্মিলনী ২০২২ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত অনুষ্ঠানে কানাডার টরন্টোস্থ বাংলাদেশ কনস্যাল জেনারেল জনাব লুতফুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্কারবারো সাউথওয়েস্ট এর এমপি মি. বিল ব্লেয়ার, বিচেস ইস্ট ইয়র্ক এর এমপি নাথানিয়েল এরেস্কিন স্মিথ, স্কারবারো সাউথওয়েস্ট এর এমপিপি ডলি বেগম, বিচেস ইস্ট ইয়র্ক এর এমপিপি মেরি মার্গারেট, স্কারবারো গিল্ডউড এর এমপিপি মিটজি হান্টার এবং টরন্টো সিটির কনস্যুলার গেরি ক্রাউফোর্ড।
অনুষ্ঠান আয়োজন উপলক্ষ্যে মাহবুবুল আলম সাইফুলকে আহবায়ক এবং শেখ মো: জসিম উদ্দিনকে সদস্য সচিব করে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। যুগ্ম আহবায়ক হলেন মো: এমদাদ হোসেন চৌধুরী, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, অধ্যাপক মো: মনিরুল ইসলাম। এছাড়া উক্ত কমিটির সদস্যরা হলেন, মো: হাসান, মো: আমিন চৌধুরী, মো: সাজ্জাদ হোসেন, মো: হোসেনুজ্জামান শামীম, আবু জাফর নিজামী, ইঞ্জিনিয়ার তপন বড়ুয়া, অপূর্ব বড়ুয়া, অধ্যাপক নুরুল হুদা, মো: মিনহাজুল আযম, নাঈমা ফেরদৌসী, মানস রক্ষিত, হাসান তারেক চৌধুরী, তানভীর হক, কেএম আহসানুল বারী লাবু, শাহেদ তাহের, মো: শওকত আলী, মো: নাজিমুদ্দিন, কাওসার খান, মো: সেকান্দর আলী, ইঞ্জিনিয়ার তাসকিল সিদ্দীকী, মো: শহিদুল চৌধুরী, উজ্জল চৌধুরী, মো: এরশাদ, মো: রুকনুজ্জামান, শাহ আমানত উল্লাহ, রিন্টু, অধ্যাপক সুহেল চৌধুরী, মো: রফিকুল ইসলাম, মো: শাহরিয়ার চৌধুরী মিলন, অধ্যাপক ড. মো: হাসানুল আবেদীন খান, এসএম মোস্তাফিজুর রহমান, সাইফুদ্দিন আহমেদ, তেহেজীন এমদাদ, শাহজাদী আক্তার, জেবুন্নাহার, শাহানারা পারভীন, আনোয়ার সালাম, সাক্ষর বড়ুয়া, মো: হাসান মাহমুদ, সালমান আরেফী, মো: আইনুল কবির।
চট্টগ্রাম সমিতি কানাডা ইন্ক এর আহবায়ক মো: ইলিয়াস মিঞা ও সদস্য সচিব মঞ্জুর চৌধুরী জানান এই অভিষেক ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন জননন্দিত শিল্পী তপন চৌধুরী সহ সঙ্গীতশিল্পী সিরাজ খান, মারুফ রাসেল, সুমিত বড়ুয়া। সঙ্গীতানুষ্ঠানে যন্ত্রশিল্পী হিসেবে থাকবেন কিবোর্ডে জাহেদ হোসেন, ড্রামে লিটন ডি কস্টা, গিটারে জয়, তবলায় ঝলক।
উক্ত অনুষ্ঠানে র্যাফেল ড্র’র আয়োজন করা হয়েছে।