জাহাঙ্গীর আলম সিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: জমকালো আয়োজনে অভিষিক্ত হলেন যুক্তরাজ্যে খুলনার সবচাইতে পুরাতন ও প্রভাবশালী সংগঠন গ্রেটার খুলনা এসোসিয়েশন ইউকে’র নতুন কার্যকরী পরিষদের সদস্যরা। ২ জুলাই ২০২২, শনিবার এ উপলক্ষে এক বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করা হয় পূর্ব লন্ডনের একটি অভিজাত ব্যাংকুয়েট হলে। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এস এম তাসিন।
গ্রেটার খুলনা এসোসিয়েশন ইউকে’র নতুন কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠান ছিল দুটি ধাপে বিভক্ত। প্রথম ধাপে আহ্বায়ক কমিটির প্রধান এস এম সিপারের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব নাহিদ নেওয়াজ রানা। প্রধান আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী এস এম সিপারের বিদায়ী ভাষণের পর একে একে তিনি নতুন সভাপতি সুপ্রিম কোর্টের আইনজীবী এমদাদুল হক চঞ্চল ও নতুন সাধারণ সম্পাদক তোবারক হোসেন সাহেবের হাতে ক্ষমতা হস্তান্তর করেন। পরে কমিটির অন্যান্য সদস্যদের মঞ্চে ডেকে পরিচয় করিয়ে দেন নতুন সভাপতি। এ সময় নতুন কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান অনুষ্ঠানের প্রধান অতিথি কাউন্সিলর সাবিনা খান।
গ্রেটার খুলনা এসোসিয়েশন ইউকে’র নতুন কার্যকরী পরিষদের সদস্যদের বিভিন্ন মহলের সাথে ভিডিও বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন খুলনা বারের সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তারেক মাহমুদ তারা, পিপি অ্যাডভোকেট এনামুল হক, জিপি শেখ আইয়ুব আলী প্রমুখ।
সংগঠনের নতুন সাধারণ সম্পাদক আইনজীবী তোবারক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন নতুন সভাপতি এমদাদুল হক চঞ্চল। এসময় অন্যান্যদের মাঝে আরো বক্তৃতা করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রখ্যাত অভিনেতা স্বাধীন খসরু, সাবেক সভাপতি আবু সুফিয়ান ঝিলাম, নতুন সহ সভাপতি মাকসুদ আহমেদ সুমন, কাইয়ূম হাসান স্বপন, আশিক মো: ভানী, সুলতানা শেখ, মতিয়ার রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তৃতা ছাড়াও নৈশভোজ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন ছিল দারুন উপভোগ্য। এ পর্ব সঞ্চালনা করেন সংগঠনের নতুন সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট ইফফাত আরা ও প্রখ্যাত টিভি উপস্থাপক এবং একসময়ের সাড়া জাগানো প্লেব্যাক সিঙ্গার সিমি সিফাত। ইফফাত আরার মন ছুঁয়ে যাওয়া কবিতা আবৃত্তির মধ্য দিয়ে পর্দা উঠে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার। এসময় লন্ডনের সঙ্গীত শিল্পী ইনা খান, আরিফ, মিলন ছাড়াও আমন্ত্রিত অতিথিদের কাছে বিশেষ আকর্ষণ ছিল শিশুশিল্পীদের দৃষ্টিনন্দন পারফর্মেন্স।
এক নজরে গ্রেটার খুলনা এসোসিয়েশন ইউকে’র নতুন কার্যকরী পরিষদ: সভাপতি: এমদাদুল হক চঞ্চল, সহ সভাপতি: নাহিদ নেওয়াজ রানা, সহ সভাপতি: মাকসুদ আহমেদ সুমন, সহ সভাপতি: কাইয়ূম হাসান স্বপন, সাধারণ সম্পাদক: তোবারক হোসেন সাহেব, যুগ্ম সাধারণ সম্পাদক: আশিক মো: ভানি, কোষাধ্যক্ষ: একরামুল হক, সাংগঠনিক সম্পাদক: তুহিন মোল্লা, প্রচার সম্পাদক: মতিয়ার রহমান, দপ্তর সম্পাদক: অহিদুজ্জামান রুমু, সাংস্কৃতিক সম্পাদক ইফফাত আরা,সমাজ কল্যাণ সম্পাদক: মোসতাক মো: শাওন, ক্রীড়া সম্পাদক: তাহসিন আর রহমান, প্রযুক্তি বিষয়ক সম্পাদক: রিপন বিশ্বাস, মহিলা বিষয়ক সম্পাদক: সুলতানা শেখ।
কার্যনির্বাহী সদস্য: আবু সুফিয়ান ঝিলাম, এস এম সিপার, শেখ মহিতুর রহমান বাবলু, হাসান ইসলাম বুলবুল, মোঃ রাকিবুল ইসলাম, তানভীর আহমেদ, সিফাত হোসনে আরা,ব্যারিস্টার জাহিদ আজাদ, ড. শাওন শাহরিয়ার, ড. শারমিন আহমেদ, কানিজ তাহমিনা, জাহিদুল ইসলাম জনি, তাজুল ইসলাম মিরন, আঞ্জু রয়, সাব্বির আহমেদ, মোঃ সাদ্দাম হোসেন, মোস্তাফিজুর রহমান, নাজমুন নাহার, মাইশা রহমান শেখ, কানিজ রহমান তিথি, মি. শুভ, আলামিন চৌধুরী রাফিন।