প্রবাস মেলা ডেস্ক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, গত ১০ বছর দেশজুড়ে অবকাঠামোগত বৈপ্লবিক উন্নয়ন হয়েছে। তারই ধারাবাহিকতায় দেশ আজ উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত। আগামী পাঁচ বছর দেশের অবকাঠামো খাতে উন্নয়নে প্রতিটি গ্রামে শহরের সব নাগরিক সুবিধা পৌঁছে দেওয়া হবে। গ্রাম পাবে শহরের সব ধরনের সুবিধা।
১০ জানুয়ারি বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের এলজিইডি ভবনে (স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর) সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, দুর্নীতি উন্নয়নের বড় বাধা। এর ফলে অবকাঠামো উন্নয়নে ক্ষতিগ্রস্ত হয়। এ ক্ষেত্রে জিরো টলারেন্সের পাশাপাশি আমাদের কঠোর নজরদারি থাকবে। এর ফাঁক দিয়ে কেউ যদি করে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না সে যেই হোক না কেন। কারণ, তিনি নিজে দুর্নীতি করবেন না; অন্যকেও এ কাজে ছাড় দেওয়া হবে না।
পর্যালোচনা সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব এস এম গোলাম ফারুক এবং এলজিইডি-র প্রধান প্রকৌশলী আবুল কালাম আজাদ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী জনাব মোঃ খলিলুর রহমানসহ এলজিইডি’র কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় মাননীয় মন্ত্রী ও মেয়র মহোদয়কে মন্ত্রণালয়ের কর্মকর্তারা শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তাদেরকে বিভিন্ন বিষয়ে অবহিত করেন।