জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: গান্ধী পিস ফাউন্ডেশন নেপাল এর পক্ষ থেকে মর্যাদাপূর্ণ গান্ধী নোবেল পিস অ্যাওয়ার্ড ২০২২ অনুষ্ঠানে এবার বিভিন্ন দেশের ছয়জন বিশিষ্ট জনকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। এরা হলেন বাংলাদেশের ড. মেহারুন নেসা মেহরিন, যুক্তরাষ্ট্রের ড. তালাল মাহলেহ, ভারতের ড. ভাগুভাই প্রজাপতি, ড. হিমান্ত্র বিরাদার, লেবাননের ড. সায়েদ আল সউজ ও নেপালের ড. ওমকার বাইদা।
এ ছাড়া বিশ্ব শান্তি বজায় রাখতে লেখনীর মাধ্যমে অবদান রাখায় অনুষ্ঠানের প্রধান অতিথি সাংবাদিক শেখ মহিতুর রহমান বাবলুকে ভালোবাসার প্রতীক অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, সাংবাদিক জাহাঙ্গীর আলম, সাংবাদিক অহিদুজ্জামান রুমু, গ্রেটার খুলনা এসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক তোবারক হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী এস এম সিপার প্রমুখ।