রাশেদ কাদের, আম্মান, জর্ডান প্রতিনিধি: মধ্যপ্রাশ্চের দেশ জর্ডানের মান জেলার সিদিয়া এলাকায় ফুসপাত নামক একটি বালি উত্তোলন কোম্পানিতে কাজ করতেন নজরুল ইসলাম। নিজ কোম্পানির গাড়ি নিজেই চালাচ্ছিলেন নজরুল ইসলাম ।হঠাৎ গাড়ি টি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পরে যায়। সাথে থাকা ৬/৭ জনের আঘাত তেমন কোন গুরুতর না হলেও নজরুল ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যায় সহকর্মীরা। ডাক্তারদের সকল চেষ্টা ব্যর্থ করে নজরুল ইসলাম চলে যান না ফেরার দেশে (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহে রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স ছিল ৩৩ বছর। তিনি প্রায় ১০ বছর যাবৎ জর্ডানে বৈধভাবে বসবাস করছিলেন। বর্তমানে মৃতদেহটি বশির হাসপাতালের মর্গে রাখা আছে। মৃত্যুর খবরটি বাংলাদেশ দূতাবাসে জানানো হলে খুব দ্রতই নজরুল ইসলামের মরদেহ বাংলাদেশে তার পরিবারের কাছে পাঠানো হবে বলে জানিয়ে বাংলাদেশ দূতাবাস। নজরুল ইসলাম শরিয়তপুর জেলার জাজিরা থানার ঢোন বোয়ালিয়া গ্রামের আব্দুল হাই হাওলাদারের সন্তান।