প্রবাস মেলা ডেস্ক: ৮ আগষ্ট ২০২২, সোমবার সকাল ১১ ঘটিকার সময় সিলেট জেলার বিশ্বনাথ উপজেলা- রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে বন্যা পরবর্তী স্কুলগামী কিশোর-কিশোরীদের ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা ও করোনা প্রতিরোধ হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ডওয়াশ, স্যানিটারি ন্যাপকিন ও মাস্ক বিতরণ কর্মসুচি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেন বিশ্বনাথ উপজেলার নির্বাহী অফিসার নুসরাত জাহান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বনাথ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জনাব ছয়ফুল হক, রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আব্দুল আজিজ এবং নওধান গণস্বাস্থ্য কেন্দ্রের ম্যানেজার সোহরাব আহমদসহ স্বাস্থ্যকর্মীগণ।
উক্ত অনুষ্ঠানে রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ে ৭৫০ জন ছাত্র/ছাত্রীদের মাঝে বিতরণ করা হয়- মেয়েদের স্যানিটারি ন্যাপকিন, হ্যান্ডওয়াশ ও মাস্ক, ছেলেদের হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বনাথ উপজেলার নির্বাহী অফিসার নুসরাত জাহান বলেন, শিক্ষার্থীদের মাঝে ব্যতিক্রমধর্মী উপহারের উদ্যোগ, সত্যিই প্রশংসনীয়। গণস্বাস্থ্য কেন্দ্রের এই কর্মসূচীকে স্বাগত জানান। করোনাকালে এবং সাম্প্রতিক বন্যায় সিলেটে মানুষের পাশে শুকনো খাদ্য এবং গোবাদিপশুর খাদ্য ও চিকিৎসাসেবা দিয়ে গণস্বাস্থ্য মানবিকতার ইতিহাস সৃষ্টি করেছেন।
এসময় বিশ্বনাথ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জনাব ছয়ফুল হক সাহেব বলেন আমার বিশ বৎসর চেয়ারম্যান বয়সে এরকম সময় উপযোগী উদ্যোগের অনুষ্ঠান পাইনি।