প্রবাস মেলা ডেস্ক: সম্প্রতি এক অনুষ্ঠানে সৌজন্য সাক্ষাতে নানা বিষয় নিয়ে মতবিনিময় করেন গণস্বাস্থ্য কেন্দ্রের সম্মানিত প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু ও প্রবাস মেলা’র উপদেষ্টা মামুন ইমতিয়াজ। আলাপচারিতার এক ফাঁকে তার হাতে প্রবাস মেলা’র পত্রিকার সৌজন্য কপি তুলে দেয়া হয়। প্রবাস মেলা হাতে পেয়ে তিনি প্রবাসী বাংলাদেশিদের কণ্ঠস্বর এই পত্রিকাটির উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন।
উল্লেখ্য, জাহাঙ্গীর আলম মিন্টু পাবলিক রিলেশনে একজন নামকরা ব্যক্তিত্ব। গণস্বাস্থ্য কেন্দ্রে কাজ করার পূর্বে তিনি জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর সম্পাদক এবং সাপ্তাহিক জয়যাত্রা পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।