বিপ্লব গোস্বামী:
ভোর হল পড়তে বসবি
ওঠরে খোকা-খুকি,
ঐ পূর্বাকাশে দেখ রে চেয়ে
সূর্য দিয়েছে উঁকি।
খাদ্যের লাগি পিঁপঁড়ে ছোটল
ফুল বাগানে অলি,
পাখিরা সব গাইছে রে গান
ফুটল সব কলি।