আলম হোসেন, ব্রাসেল্স, বেলজিয়াম: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ফরমায়েসি রায় বাতিলের দাবিতে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর ব্রাসেলসে ইইউ কমিশনের সামনে বিক্ষোভ করেছে বিএনপির বেলজিয়াম শাখা।
স্থানীয় সময় ১৯ অক্টোবর শুক্রবার সকাল ১০টায় ইইউ কমিশনের সামনে অনুষ্ঠিত এ বিক্ষোভ থেকে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, গ্রেনেড হামলা মামলার ফরমায়েসি রায় বাতিলের দাবি জানান নেতা-কর্মীরা।
ব্রাসেলসে অনুষ্ঠিত আসেম সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৮দেশ ও এশিয়ার ২১ দেশের সরকার প্রধানের উপস্থিতি ফলে বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের বেলজিয়াম বিএনপির সভাপতি আহমেদ সাজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবুর পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদূর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ আন্তর্জাতিক সম্পাদক পারভেজ মল্লিক।
সমাবেশে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, সুইডেন বিএনপির উপদেষ্টা মহিউদ্দিন জিন্টু, জার্মান বিএনপি সভাপতি আকুল মিয়া, সাধারণ সম্পাদক গনি সরকার, যুগ্ম সম্পাদক মুস্তাক খান, আয়ারল্যান্ড বিএনপি সভাপতি হামিদুল নাসির, সাধারণ সম্পাদক কবির আহমদ, ইতালি বিএনপির সাবেক সভাপতি তাইফুর রহমান ছোটন, সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক ঢালি নাসির উদ্দিন, সুইডেন বিএনপি সভাপতি এমদাদ হোসেন কচি, সাধারণ সম্পাদক নাজমুল আবেদীন মোহন, বিএনপি নেতা রেজাউল করিম শিশির, ডেনমার্ক বিএনপির সভাপতি গাজী মনির, সাধারণ সম্পাদক ওমর ফারুক, হলান্ড বিএনপি সভাপতি শরিফ উদ্দিন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, গ্রীস বিএনপির সভাপতি মখলেছুর রহমান, ফিনল্যান্ড বিএনপির সভাপতি কামরুল হাসান জনি, স্পেন বিএনপির সভাপতি খুরশেদ আলম মজুমদার, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম পংকি, ফ্রান্স বিএনপ ‘র হাজী হাবিব, জালাল খান, অস্ট্রিয়া বিএনপি নেতা নেয়ামুল বশির ফজলুর রহমান বকুল, সুইজারল্যান্ড বিএনপি নেতা শেখ আনোয়ার কবির মোল্লা, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহিন আহমদ, সাধারণ সম্পাদক আবুল হোসেন, যুক্তরাজ্য যুবদলের সভাপতি রহিম উদ্দিন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, বেলজিয়াম বিএনপির সহসভাপতি আলী জাহাঙ্গীর, আবুল হাসনাত, শামছুল রাকিব হাসান প্রধান, সহসভাপতি সৈয়দ মাহমুদ আক্কাছ, গোলাম নবী শ্যামল, সাংগঠনিক সম্পাদক আলী নুর শামীম সহ বেলজিয়াম বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে ইউরোপের বিভিন্ন দেশ থেকে বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মীসহ বেলজিয়াম বিএনপি ও বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দগণ বিভিন্ন পোস্টার, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে সরকারের দূরভিসন্ধি ষড়যন্ত্রের প্রতিবাদ জানায়।
বিক্ষোভ সমাবেশ যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মান, ইতালি, অস্ট্রিয়া, হল্যান্ড, সুইডেন, সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড, স্পেন, ডেনমার্ক, ফিনল্যান্ড, গ্রীস, রাশিয়া, নরওয়ে, পর্তুগাল, বুলগেরিয়া, পোলান্ডসহ ইউরোপের ২৮টি দেশের বিএনপির শতশত নেতাকর্মী অংশগ্রহণ করেন।