মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদিআরব প্রতিনিধি: হিমেল পরিবারের একমাত্র বড় ছেলে। দু বোন, এক ভাই। হিমেল সবার বড় পুরো নাম সাফায়েত ইসলাম হিমেল। তাকে বাচাঁতে চিকিৎসার জন্য (৪০) চল্লিশ লক্ষ টাকা প্রয়োজন। বাবা মোঃ সিরাজ পেশায় একজন কাঠ মিস্ত্রি, তার পক্ষে এত বিশাল অংকের টাকা জোগার করা সম্ভব নয়। তাই মাননীয় প্রধানমন্ত্রী সহ সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের জন্য আবেদন জানিয়েছেন হিমেলের পরিবার।
মাত্র ১৮ বছর বয়সেই মা বাবা এবং ছোট দুই বোনের স্বপ্ন পুরনের আশায় জীবিকার তাগিদে ২০১৭ সালের আগস্ট মাসে পাড়ি জমান দূর পরবাস মালয়েশিয়া।
মালয়েশিয়া যাবার সময়ও সে অসুস্থ ছিল, ভেবে ছিল দুর প্রবাসে গিয়ে বেশি টাকা উর্পাজন করে হয়ত ভালো চিকিৎসা করাবে তা আর হলোনা এই রেমিটেন্স যোদ্ধার। মরন ঘাতক ক্যান্সারে আক্রান্ত হিমেল ২০১৮ সালের ডিসেম্বর মাসে দেশে ফিরে আসেন |
হিমেল এবং তার মা বাবা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দেশবাসীর কাছে আর্থিক সহযোগিতার জন্য আকুল আবেদন জানিয়েছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা: হিমেলের পরিবারের মোবাইল নাম্বর এবং বিকাশ (পারসোনাল) ০১৭৬৭৮৫৬৭৫৫
(ব্যাংক: জেসমিন আক্তার। সঞ্চয়ী নং ৬০৩০, বাংলাদেশ কৃষি ব্যাংক, নূরপুর বাজার শাখা
বিজয়নগর ব্রাহ্মনবাড়িয়া)