কোলকাতা, ভারত প্রতিনিধি: প্রবাসীদের প্রিয় পত্রিকা ‘প্রবাস মেলা’র বৈশ্বিক বিচরণ চলছেই। সম্প্রতি প্রবাস মেলা’র সম্মানিত উপদেষ্টা মামুন ইমতিয়াজ কোলকাতা সফর করেন। সেসময় তিনি বিভিন্ন শ্রেণি পেশার গুণী মানুষের সাথে সৌজন্য সাক্ষাত করেন এবং তাদেরকে প্রবাস মেলা’র সৌজন্য কপি উপহার দেন। তারই অংশ হিসেবে কোলকাতায় ড. পার্থ সারথি গাঙ্গুলির হাতে পত্রিকার সৌজন্য কপি তুলে দেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন জোতির্ময় নলেজ পার্কের সেক্রেটারী অস্মিতা। ড. পার্থ সারথি গাঙ্গুলি প্রবাসীদের কল্যাণে বাংলাদেশ থেকে প্রচারিত এমন একটি মিডিয়া উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

ড. পার্থ সারথি গাঙ্গুলি একজন খোলা মনের বড় হৃদয়ের উদার মানুষ। তিনি বিশ্বাস করেন একটি দেশের সার্বিক উন্নয়ন শুধুমাত্র তার গ্রস ডোমেসটিক প্রোডাক্ট (জিডিপি) এর উপর নির্ভর করে না বরং তা গ্রস ডোমেসটিক নলেজ (জিডিকে) এর উপর নির্ভর করে। তাই তিনি শিক্ষার আলো ছড়ানোর মহতি উদ্যোগ হিসেবে পশ্চিমবঙ্গের কালিকাপুর সোনারপুরে জোতির্ময় নলেজ পার্কে জোতির্ময় পাবলিক স্কুল নামে একটি আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। বর্তমানে তিনি এই প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট। এই স্কুলটি ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এটি জোতির্ময় এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর তত্ত্বাবধানে পরিচালিত ভারতের সিবিএসই অনুমোদিত একটি সিনিয়র সেকেন্ডারি স্কুল যেখানে ভারত, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ছেলে-মেয়েরা তাদের মেধা বিকাশের সুযোগ পাচ্ছেন। এই স্কুলটির মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের গুণগত মানসম্পন্ন বহুমুখী শিক্ষা প্রদানের মাধ্যমে তাদের মননে সামাজিক রূপান্তর ঘটিয়ে একটি শক্তিশালী সুষম সমাজ প্রতিষ্ঠা করা। এছাড়াও তিনি জোতির্ময় নলেজ পার্কে ভালো শিক্ষা ব্যবস্থাপনায় মানের প্রশিক্ষিত শিক্ষক তৈরির উদ্দেশ্যে জোতির্ময় স্কুল অব এডুকেশন নামে আরো একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। উল্লেখ্য ড. পার্থ সারথি গাঙ্গুলির ব্যবসা প্রতিষ্ঠানের নাম Saraswati Online.Com India Ltd. তিনি এই প্রতিষ্ঠানের চীফ মেন্টর হিসেবে কাজ করছেন।