প্রবাস মেলা ডেস্ক: সম্প্রতি বাংলাদেশ থেকে ভারতের কোলকাতা বেড়াতে গিয়েছেন বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী মো: আব্দুর রশিদ, মতিউর রহমান ও অভিনেত্রী শিখা কর্মকার। সেখানে তারা কোলকাতা’র বিশিষ্ট কবি সোনালী গাঙ্গুলী ও সুপর্ণা বসু দে সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সেসময় তাদের জন্য উপহার হিসেবে নেয়া প্রবাসীদের প্রিয় পত্রিকা প্রবাস মেলা তাদের হাতে তুলে দেন। পত্রিকা হাতে পেয়ে আবেগাপ্লুত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কবি সোনালী গাঙ্গুলী লিখেন:
আজ হঠাৎ দেখা ওপারের বন্ধুদের সাথে-
উপহার পেলাম অনেক আন্তরিকতা-
আর-
আন্তর্জাতিক প্রবাস মেলা পত্রিকা-
যেখানে আমাদের কিছু লেখা স্থান পেয়েছে সযত্নে।
ফলাহার আর চায়ের তুফানে চুমুক।
সন্ধ্যাটা কাটলো ভারি সুন্দর।
আরেক কবি সুপর্ণা বসু দে বললেন, এপার-ওপার বাংলার সেতুবন্ধন প্রবাস মেলা। আজ আমার ভীষণ ভালো লাগছে। এতোদিন যার মলাটে আমার লেখা লেপ্টেছিলো আজ তা হাতে পেয়ে ভীষণ ভালো লাগছে। প্রবাস মেলা’র জন্য শুভ কামনা।