লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: লন্ডনের কেমডেন কাউন্সিলে বসবাসরত বিশ্বনাথ এলাকার প্রবাসীদের মধ্যে একে অপরের সাথে জানাশোনা ও পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করনের লক্ষ্যে ২৭ নভেম্বর মঙ্গলবার দি থানেট হল, কুইন্স ক্রিসেন্টে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মুহিব উদ্দিন চৌধুরীর উদ্যোগে ও মোহাম্মদ জুনাব আলীর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ গ্রহণ করেন আনর আলী, মোহাম্মদ দৌলত হোসেন, ময়না মিয়া (আব্দুল করিম),আব্দুন নূর রামধানা, মাসুক আলী, আলকাছ আলী, নূর আলী, হাফিজুর রহমান, মুহাম্মদ ছালিকুর রহমান, আরশ আলী, আব্দুন নূর পৌদনাপুর, মারুফ আলী।
আলোচনা বৈঠকে আসা সবাই দীর্ঘ দিনের পরিচয় এবং একই এলাকায় বসবাস, কিন্তু সবার বাড়ি একই এলাকায় বিশ্বনাথে জেনে বিস্মিত ও একই সাথে আনন্দিত হন।
সভায় পারস্পরিক সম্পর্ক বিদ্যমান রাখতে একমত পোষণ করেন এবং ডিসেম্বরে পরবর্তী বৈঠকের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।